‘পাঠান'(Pathaan) জ্বরে কাবু গোটা দেখ তথা গোটা বিশ্ব। সমস্ত রেকর্ডকে পেছনে ফেলে ৬৬৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে এই ছবি। এখনও সিনেমা হলগুলিতে ভিড় জমাচ্ছেন শাহরুখ(Shahrukh Khan) ভক্তরা। প্রায় ৪ বছর পর বলিউডে কামব্যাক অভিনেতা শাহরুখ খানের। নতুন বছরের শুরুতেই ঘুরে দাড়াঁলো বলিউড(Boollywood)। এককথায় বলতে গেলে বলিউডকে অক্সিজেন জোগাল ‘পাঠান’।
শাহরুখের প্রশংসা করেছেন দক্ষিণী অভিনেতা যশ থেকে শুরু করে প্রভাস। টলিউড জগতেও সকলের মনে বিরাজ করছে ‘পাঠান’। তবে বাংলা সিনেমা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিচালকরা। মাত্র কয়েকদিন আগেই এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অঞ্জন দত্ত। যদিও ‘পাঠান’ নিয়ে কোনও ক্ষোভ ছিলনা তাঁদের মনে।
আর এবার শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharya)। এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয় ‘পাঠান’ ছবি নিয়ে। প্রত্যেকটি প্রশ্নের উত্তরও দেন অভিনেতা। অভিনেতার মতে, ‘শাহরুখের কামব্যাক ভীষণ দরকার ছিল। আমার মতে তিনি দেশের ‘শেষ বিগেস্ট সুপারস্টার’। তাঁর কথায়, ‘এই ছবি যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছে তাতেই উপযুক্ত সম্মান দেওয়া হয়েছে অভিনেতাকে’।
যদিও বাংলা ছবি নিয়ে যথেষ্টই গর্বিত অভিনেতা। তিনি বলেন, ‘ আমি এই জগতের যে টুকু ইতিহাস জানি তাতেই আমি গর্বিত। ২০২২ সালে বেশ কিছু ছবি ভালো সারা ফেলেছে বক্স অফিসে। আবার কিছু ছবি মুখ থুবড়ে পড়েছে। কিন্তু যাই হোক না কেন, আমার কাজের জায়গা নিয়ে আমি ভীষণ গর্বিত’।
উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ মুক্তি পেতে চলেছে অনির্বান ভট্টাচার্য অভিনীত ‘মিথ্যে প্রেমের গান’ ছবি। জানা যাচ্ছে, ছবিটিতে মোট ১১ টি গান রয়েছে। অভিনেতাকে এই ছবিতে দেখা যাবে একেবারে অন্যরকম। এই ছবিতে ধরা পরবে ক্লাসিক্যাল রোমান্টিসিজম।