Saregamapa

Saregamapa: যিশুর পর সারেগামাপার সঞ্চালনা থেকে বাদ আবির! এবার সঞ্চালনার দায়িত্বে অনির্বাণ

নিউজ শর্ট ডেস্ক: সারা সপ্তাহ ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা সিরিয়ালের পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের রিয়ালিটি শোয়ের সম্প্রচার করা হয়ে থাকে। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এমনই একটি জনপ্রিয় রিয়েলিটি শো হল সা রে গা মা পা (Saregamapa)। 

বেশ কিছু এই রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করেছেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)। যদিও কয়েক বছর আগেই জি বাংলার পর্দায় তাঁকে সরিয়ে  সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। তবে এবার এই শোয়ের সঞ্চালনার (Anchouring) দায়িত্ব দেওয়া হচ্ছে আরও একজন জনপ্রিয় টলি অভিনেতাকে।

জানা যাচ্ছে অভিনয়, পরিচালনা এবং গান গাওয়ার পর এবার জি বাংলার সা রে গা মা পা সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattcharya)। সারেগামাপার নতুন সিজনের নাম দেওয়া হয়েছে সারেগামাপা লেজেন্ডস। জানা যাচ্ছে ভারতের নামজাদা সব  সংগীতশিল্পীদের শ্রদ্ধা জানানো হবে এই মঞ্চে।

জি বাংলা,Zee Bangla,সা রে গা মা পা,Saregamapa,অনির্বাণ ভট্টাচার্য,Anirban Bhattcharya,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,আবির চট্টোপাধ্যায়,Abir Chatterjee,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

জি-বাংলার এই শোতে এ-বছর পশ্চিমবঙ্গ তো বটেই,সেইসাথে মুম্বই এবং বাংলাদেশের একাধিক শিল্পীদের গান শুনতে পারবেন শ্রোতারা। তবে এই রিয়ালিটি শো প্রসঙ্গে অনির্বাণ জানিয়েছেন, ‘আমি গান খুব ভালোবাসি। আমার কানে সবসময় হেডফোন থাকে। তাই এই শো-এর সঞ্চালনার দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি। এটা আমার কাছে একটা স্মরণীয় ব্যাপার হয়ে থাকবে।’

আরও পড়ুন: রাস্তাঘাটে লোকজন দেখলেই ‘ধ্যাষ্টা জেঠু’ বলে! পর্দার অখিলেশ জেঠুর সিক্রেট ফাঁস

জি বাংলা,Zee Bangla,সা রে গা মা পা,Saregamapa,অনির্বাণ ভট্টাচার্য,Anirban Bhattcharya,যীশু সেনগুপ্ত,Jishu Sengupta,আবির চট্টোপাধ্যায়,Abir Chatterjee,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

জানা যাচ্ছে, আসন্ন এই মিউজিক শো-টির ডিজাইন করেছে সিধু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ। প্রসঙ্গত, কিছুদিন আগেই জি বাংলার  আসন্ন সারেগামাপার প্রথম প্রোমোতে সঞ্চালক হিসাবে আবির চট্টোপাধ্যায়কেই দেখা গিয়েছিল। কিন্তু তারপর কেন আবার আবিরকে সরিয়ে আসছেন অনির্বাণকে আনা হল তা এখনও জানানো হয়নি।

Avatar

anita

X