Uttam Kumar

উত্তম কুমারের করা চরিত্রে অনির্বাণ! রহস্যে-রোমাঞ্চে ভরা কাহিনী নিয়ে আসছে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’

বাংলা সিনেমা জগতে তিনি বেশ জনপ্রিয়। টলিউডের (Tollywood) পাশাপাশি বলিউডেও (Bollywood) হাত পাকা করে ফেলেছেন তিনি। তাঁকে বহুবার দেখা গেছে ব্যোমকেশের চরিত্রে। তিনি জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। তাঁর অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের।

এর আগেও ব্যোমকেশের চরিত্রে দেখা গিয়েছে অনির্বাণকে। তবে পুরোনো সাজ পোশাকে নয়, একেবারে নতুন ভাবে পরিচয় হবে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ -এর ব্যোমকেশের সঙ্গে। তবে অভিনেতার কাঁধে এবার এসেছে নয়া দায়িত্ব। ক্রিয়েটিভ ডিরেক্টরের চরিত্রে ধরা দেবেন তিনি।

পরিচালক সুদীপ্ত চট্টোপাধ্যায় একেবারে নতুন করে সাজিয়ে তুলেছেন অনির্বাণকে। তবে বদলে গেছে অভিনেতার বন্ধু অজিতের চরিত্র। সুব্রত দত্তের জায়গা নিতে হাজির হয়েছেন ভাস্কর রায়। বদল হয়নি সত্যবতীর চরিত্র। অনির্বাণ এর পত্নীর চরিত্রে থাকছেন ঋদ্ধিমা ঘোষ।

বিনোদন,টলিউড,অনির্বাণ ভট্টাচার্য,উত্তম কুমার,Entertainment,Tollywood,Anirban Bhattacharya,Uttam Kumar

তবে সবচেয়ে তাৎপর্য্যপূর্ণ বিষয় হল, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘চিড়িয়াখানা’র গল্পের আদলে তৈরী হচ্ছে ছবি। ব্যোমকেশের চরিত্রে এই ছবিতে ধরা দিয়েছিলেন টলিউডের মহানায়ক উত্তম কুমার। আর এবার সেই চরিত্রে দেখা যাবে অনির্বাণকে।

বিনোদন,টলিউড,অনির্বাণ ভট্টাচার্য,উত্তম কুমার,Entertainment,Tollywood,Anirban Bhattacharya,Uttam Kumar

এই এক গল্প ঘুরে ঘুরে এসেছে বহুবার। এবার কেবল নাম বদল। বদলে গেল চরিত্রের মুখগুলিও। ধুতি পাঞ্জাবি নয়। একেবারে শার্ট প্যান্ট পরে তিনি হাজির হবেন দর্শকদের সামনে। মহানায়কের স্মৃতি ফিরছে ওটিটি প্ল্যাটফর্মে।

অজিতের চরিত্রে এবার দেখা যাবে ভাস্কর দত্তকে। হইচই প্যাটফর্মের তরফে প্রকাশ্যে আনা হয়েছে ছবির পোস্টার। নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার নিজেই তুলে ধরেছেন পর্দার অজিত। ৭ই এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ সিরিজ।

Avatar

Additiya

X