টলিউড,বিনোদন,ধারাবাহিক,অঙ্কিতা চক্রবর্তী,ইন্দ্রানী,Tollywood,Entertainment,Serial,Ankita Chakraborty,Indrani

Moumita

TRP-এর লোভে অবাস্তব জিনিসে ভরে দেয় ধারাবাহিকগুলি, সিরিয়াল প্রসঙ্গে বিষ্ফোরক মন্তব্য অভিনেত্রী অঙ্কিতার

বাঙালির দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো ধারাবাহিক। সূয্যিমামা ঘুমোতে গেলেই শুরু হয় অনস্ক্রিন ঘরকন্নার কাহিনী। আট থেকে আশি সকলেই ডুবে যায় এই ধারাবাহিকগুলিতে। প্রতিদিন নিয়ম করে ধারাবাহিকের গল্পগুলিকে ফলো করতে করতে কখন চরিত্র গুলির সাথে মিশে যায় সবাই তা বুঝতেও পারা যায় না।

   

এমনিই এক জনপ্রিয় চরিত্র হলো কমলিকা। স্টার জলসায় সম্প্রচারিত ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে কমলিকার চরিত্রে দেখা গিয়েছিলো অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীকে। আজও দর্শকদের স্মৃতিতে অমলিন রয়ে গেছে এই ধারাবাহিকের গল্প।

২০১৫ সালে সম্প্রচারিত এই ধারাবাহিকে কমলিকা ওরফে অঙ্কিতা চক্রবর্তী ব্যাপক সুনাম অর্জন করেছিলেন দর্শকমহলে। তবে ঘটনাচক্রে এরপর দীর্ঘ ৫ বছর বাংলা ধারাবাহিক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। মাঝের এই পাঁচ বছর কোনো সিরিয়ালে দেখতে পাওয়া যায়নি তাকে।

তবে ছোটপর্দা থেকে দূরে থাকলেও অভিনয়ের সাথে সম্পর্ক চ্ছেদ করেননি তিনি। চুটিয়ে কাজ করেছেন একগুচ্ছ বাংলা চলচ্চিত্র থেকে শুরু করে ওয়েব সিরিজে। ‘ব্যোমকেশ ফিরে এল’, ‘ব্যোমকেশ বক্সি ‘এবং কিরীটি’ সহ একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। অঙ্কিতা অভিনীত ‘আকাশ অংশত মেঘলা’ এবং ‘কাদম্বরী আজও’ আপাতত মুক্তির অপেক্ষায়।

অপরদিকে ওয়েব সিরিজগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘হায় তবা’, ‘দ্য ডার্লিং’, ‘পবিত্র পাপী’ ‘চরিত্রহীন’, ‘বউ কেন সাইকো’, ‘মাফিয়া’ প্রভৃতি। তবে সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করলেও সিরিয়াল প্রেমীদের মন যেন কিছুতেই ভরছেনা। তারা আবারও ছোটো পর্দায় দেখতে চায় তাদের প্রিয় অভিনেত্রীকে। এতোদিন মনোমত চিত্রনাট্য না পাওয়ায় ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে খুব শীঘ্রই আবার পর্দায় ফিরছেন ইন্দ্রানী রূপে ফিরছেন অঙ্কিতা। জানা গেছে সম্পূর্ণ ভিন্ন ঘরানার এই ধারাবাহিক নিয়ে যথেষ্ট আশাবাদী অভিনেত্রী।

মিডিয়া রিপোর্ট অনুসারে, বাবু বণিক পরিচালিত এই ধারাবাহিকটিই হতে চলেছে অঙ্কিতার ফার্স্ট লিড। আর তাই অভিনেত্রী কোনোভাবেই চান না যে টিআরপি বাড়াতে অবাস্তব কোনো জিনিস এই ধারাবাহিকে দেখানো হোক। শুরুতেই এই কথা জানিয়ে দিয়েছেন সিরিয়ালের নির্মাতাদের। আসন্ন এই ধারাবাহিকে অঙ্কিতা ওরফে ইন্দ্রানী একজন সিঙ্গেল মাদার। বছর তেরোর একটি মেয়ে রয়েছে তার। জটিলতায় ভরা জীবনে হঠাৎ করেই ঢুকে পড়ে তার চেয়ে ছোট এক যুবক। এবার এখান থেকে গল্পের কাহিনী কোন দিকে মোড় নেয় তা ধারাবাহিক দেখার পরেই বোঝা যাবে।