পেরিয়ে গেছে অনেকটা সময়। তবুও অব্যাহত ‘পাঠান’ (Pathan) ঝড়। ৪ বছর বিরতির পর বড়পর্দায় ফিরে শাহরুখ খানের (Shah Rukh Khan) এই জয় বড় সাফল্য এনেছে বলিউডে। নিজের এই সাফল্য এনজয় করছেন অভিনেতাও। ইতিমধ্যেই পেরিয়ে গেছে ১০০০ কোটির গণ্ডি। তবুও রমরমিয়ে চলছে ব্যবসা। আর এই সব কিছুর মাঝেই এবার বলিউডের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক অনুভব সিনহা (Anuvab Sinha)।
বাস্তব জীবনকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বেশি ভালোবাসেন রা.ওয়ান পরিচালক অনুভব সিনহা। তাঁর পরিচালিত ‘মূলক’, ‘আর্টিকেল ১৫’, ‘থাপ্পর’ ছবি যথেষ্ট সাড়া ফেলেছে দর্শক মহলে। যদিও একটা সময় বলিউডের গতানুগতিক মেনেই ছবির গল্প সাজাতেন জনপ্রিয় এই পরিচালক। আর সমস্ত ছবির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল শাহরুখ খান অভিনীত ‘রা.ওয়ান’ ছবি।
২০১১ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘রা.ওয়ান’। বিপুল টাকা ব্যয় করে এই ছবি তৈরি করা হলেও দর্শকমহলে সেভাবে সারা ফেলতে পারেনি শাহরুখের নয়া লুক। কিং খান পেয়েছিলেন ফ্লপ ছবির তকমা। এমনটাই নাকি চেয়েছিল বলিউড ইন্ডাস্ট্রি। এতদিন পর এই দাবী তুললেন পরিচালক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, ‘রা.ওয়ান ছবি যখন রিলিজ করেছিল তখন দর্শকরা একেবারেই পছন্দ করেনি এই ছবিটি। আর সে কারণেই মুখ থুবড়ে সম্প্রতি পড়েছিল শাহরুখ অভিনীত এই ছবি। যদিও বলিউড জগতের এমন অনেকেই আছেন যারা চেয়েছিলেন শাহরুখ ব্যর্থ হোক’। তাঁর সংযোজন, ‘কেবলমাত্র এই ছবিটি নয়। আমার পরিচালিত ‘তুম বিন ২’ ছবিটিও বক্স অফিসের ব্যবসা করতে পারেনি। এরপরেই আমি উপলব্ধি করি আমি আমার মনের মতন করে ছবি বানাবো’।
উল্লেখ্য, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অনুভব সিনহা পরিচালিত ছবি ‘ভীড়’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাও, ভূমি পেডনেকর, দিয়া মির্জা সহ আরও অনেককেই। ২০২০ সালের করোন মহামারী সময় লকডাউন ঘোষণা হওয়ার পর পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা হয়েছিল সেই বাস্তব চিত্রই ফুটিয়ে তোলা হবে এই ছবির মাধ্যমে। ইতিমধ্যেই ছবি ট্রেলার দেখে মুগ্ধ দর্শকেরা। এখন কেবল বক্স অফিসে মুক্তি পাওয়ার অপেক্ষা।