সুব্রত মুখোপাধ্যায়ের মহাপ্রয়াণ’ এর পর বিজেপি সংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। সচরাচর কোন নেতার প্রয়াণের পর এমন মন্তব্য শোনা যায় না। স্বাভাবিকভাবেই রূপা গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে তৈরি হয় আলোড়ন। এবার এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে একইভাবে কুরুচিকর মন্তব্যকে আশ্রয় করলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল।
রবিবার বোলপুরের বাহিরগ্রামের একটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি হয়ে যোগদান করেছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে রূপা গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন,”আমি টুইট দেখেছি। আমি জানিনা ওনার বাবা মা বেঁচে আছেন কিনা। সুব্রত মুখোপাধ্যায় ওনার বাবার মত। মানুষ খারাপ হলেও মারা গেলে কেউ তাকে খারাপ বলে না। কিন্তু আমার মনে হয় এমন কথা বলা রূপা গঙ্গোপাধ্যায়েরঅভ্যাসে পরিণত হয়ে গেছে। হয়তো ওর বাবা মা যখন মারা যায়, তখন ওর বাবা মাকে সকলে খারাপ বলেছিল। তাই এমন কথা বলতে পারলেন উনি।
অনুব্রতর মন্তব্য শুনে আরো একবার বিতর্ক নতুন করে দানা বেঁধেছে। বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন,”অনুব্রত বাবুর যেমন চিন্তা ভাবনা, তেমন কথাই উনি বলেছেন। এই নিয়ে বেশি কিছু বলার আমার নেই”।
প্রসঙ্গত, কালীপুজোর রাতে সুব্রতবাবু আকস্মিক মহাপ্রয়াণ’ এর পর বিতর্কিত পোস্ট করেন রূপা গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই শুরু হয় জল ঘোলা। এবারে অনুব্রতের বক্তব্য তাতে নতুন মাত্রা এনে দিল।