Guddi

Moumita

অবশেষে চ্যাটার্জী বাড়ি থেকে তাড়ানো হল শিরিনকে, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শুনে ট্র্যাকে ফিরেছেন লীনা গাঙ্গুলী!

স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক ‘গুড্ডি’ (Guddi) নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। একটার পর একটা আলোচনা চলতেই থাকে। আসলে সিরিয়ালে (Bengali Serial) দুটো সম্পর্ককে নিয়ে যেভাবে টানাটানি চলছে তাতে চর্চা হওয়ারই কথা যদিও। তবে এবার যে খবর এসেছে তা সত্যিই চমকে যাওয়ার মত।

   

যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা তো জানেনই যে, গুড্ডিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য মাস্টারপ্ল্যান করেছিল শিরিন। যদিও এই প্ল্যানে সে নিজেই ফেঁসে গেছে। বলা ভালো সবে মিলিয়ে একেবারে ল্যাজে গোবরে অবস্থা শিরিনের।

ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করার পর গোটা বিষয়টা সকলের কাছে জলের মত পরিষ্কার। এমনকি অনুজ তো জানিয়েও দিয়েছে যে, সে আর শিরিনের সাথে সংসার করবেনা। বাড়ির অনেকে অনুজকে বোঝাতে চাইলেও সে তার সিদ্ধান্তে অনড়।

অনুজের কথায়, শিরিন চাইলে চ্যাটার্জী বাড়িতে থাকতেই পারে। তবে সে আর সংসার করবেনা। সেক্ষেত্রে অনুজ চলে যাবে তার কাজের জায়গায়। তাই যারা এতদিন চাইতেন যে, শিরিন এক্সপোজ হোক তারা আজকের এপিসোডটি অবশ্যই উপভোগ করবেন।

সব থেকে বড় কথা, গোটা সিরিয়ালে আজকেই বোধহয় প্রথম যেদিন, পিনাকীর মুখে তালা ঝুলে গেছে। এমনকি মাম্মামের মুখও আজ বন্ধ। যাইহোক, খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন যে, শিরিন তার ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যাচ্ছে চ্যাটার্জী পরিবার থেকে।

https://www.instagram.com/reel/CoOxAEdplez/?utm_source=ig_web_copy_link

তবে এই গোটা বিষয়টায় যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হল যুধাজিৎ-র ভূমিকা। সে যেভাবে গুড্ডিকে সাপোর্ট দিয়ে এসেছে তাতে সকলেরই একটাই কথা যে, ভালোবাসলে অবশ্যই যুধাজিৎ-র মত। এরপরের ঘটনা সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টাল Newzshort.com এ।