মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘পাঠান'(Pathaan)। দেশ তথা গোটা বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এই ছবি। শাহরুখ(Shahrukh Khan)-দীপিকা(Deepika Padukone)অভিনীত এই ছবি ভেঙে দিয়েছে পুরোনো সব রেকর্ড। ১২ দিনে প্রায় ৮৩২ কোটি টাকার বেশি ব্যবসা করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’।
যদিও প্রথম থেকেই এই ছবি নিয়ে শুরু হয়েছিল নানান বিতর্ক। ‘বেশরম গান’ প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষ ধেয়ে আসে এই ছবির দিকে। দীপিকার পোশাক ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলেও অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় উঠতে থাকে বয়কট বলিউড ট্রেন্ড। তবে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। এখনও সিনেমা হলে ভিড় জমাচ্ছেন ভক্তরা।
দীর্ঘদিন পর এই ছবি নিয়ে মুখ খুললেন অনুপম খের। অভিনেতা বলেন, ‘ ছবির ট্রেলার দেখেই অনেকে সিনেমা দেখতে যান। ঐসব ট্রেন্ড বলে কিছুই হয়না। কেউ যদি মনে করে থাকে আমাকে এই ছবিটা দেখতে হবে তাহলে সে ছবি দেখতে হলে যাবেই। এমন অনেকেই আছেন যারা মনে মনে আগেই ভেবে নেন আমাকে এই সিনেমা দেখতে যেতেই হবে’।
অভিনেতার কথায়, ‘দর্শকরা তো বেশ ভালোই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন। তাঁরা তো ছবি বয়কট করেননি। যদিও বিগত দুবছর ওটিটি প্ল্যাটফর্মে ভিড় জমিয়েছেন দর্শকরা। কিন্তু তাতেও তো কিছু কম হলনা দর্শক সংখ্যা। মনোরঞ্জন পেতে হল মুখী হচ্ছেন দর্শকরা’।
প্রায় ৪ বছর পর বলিউডে কামব্যাক অভিনেতা শাহরুখ খানের। নতুন বছরের শুরুতেই ঘুরে দাঁড়ালো বলিউড। এককথায় বলতে গেলে বলিউডকে অক্সিজেন জোগাল ‘পাঠান’। শাহরুখের প্রশংসা করেছেন দক্ষিণী অভিনেতা যশ থেকে শুরু করে প্রভাস। টলিউড জগতেও সকলের মনে বিরাজ করছে ‘পাঠান’। আর এবার এই ছবি নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।