এই মুহূর্তে গোটা সঙ্গীত জগতে যিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি হলেন নান আদার দ্যান অরিজিৎ সিং (Arijit Singh)। যার কনসার্টের টিকিট বিক্রি হয় লাখ লাখ টাকায়, সেই অরিজিতের গান শুনে নাকি আতঙ্কে কেঁদে ফেলেছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal)। কী এমন হল হঠাৎ?
প্রসঙ্গত, ১৯৮৮ সালে ‘দয়াবান’ ছবিতে অনুরাধা পাড়োয়াল একটি গান গেয়েছিলেন। লক্ষ্মীকান্ত-প্যারেলালের সুরে ‘আজ ফির তুম পে’ (Aaj Phir Tum Pe) গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল শ্রোতামহলে। এরপর সেই গানটিই ২০১৪ সালে ‘হেট স্টোরি ২’ সিনেমায় রিমেক করা হয়। সেই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অরিজিৎ সিং। অনুরাধার মতে, এই গান শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন গায়িকা।
অনুরাধা পাড়োয়াল বলেন, “অরিজিতের গাওয়া রিমেকটি আমার এতটাই খারাপ লেগেছিল যে, সেটির রেশ কাটাতে আমি নিজের গাওয়া পুরনো গানটি শুনেছিলাম। এমনিতে আমি মাঝেমধ্যেই নিজের গানগুলি শুনি। কিন্তু সেগুলো বেশিরভাগই ভক্তিগীতি। তবে যখন নিজের গানের রিমেক শুনে আতঙ্কিত হয়ে পড়ি, তখন আবার আসল ভার্সন শুনে ধাতস্থ হই।”
গায়িকার আরো সংযোজন, “অরিজিতের গাওয়া ‘আজ ফির তুমপে’র রিমেক শুনেও আমার একইরকম অবস্থা হয়েছিল। যখন এই গানটি অরিজিতের গলায় মুক্তি পেয়েছিল, তখন আমায় একজন শোনার কথা বলেছিল। কারণ গানটি নাকি ভীষণই জনপ্রিয় হয়েছে। এরপর তাঁর কথা মতো গানটি শোনার পরই আমি কেঁদে ফেলেছিলাম। শেষে ইউটিউবে গিয়ে নিজের গাওয়া গানটি শুনে একটু শান্তি পাই।”