বলিউড,বিনোদন,অস্কার,বিতর্ক,বিবেক অগ্নিহোত্রী,অনুরাগ কাশ্যপ,ডিলান মোহন গ্রে,দ্য কাশ্মীর ফাইলস,Bollywood,Entertainment,Oscar,The Kashmir Files,Vivek Agnihotri,Anurag Kashyap,Dilan Mohon Gray,Controversy

Moumita

‘দ্য কাশ্মীর ফাইলস অস্কার পাওয়ার যোগ্য নয়’, চলতি বছরের সেরা ছবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনুরাগ কাশ্যপের

আলোচনা-সমালোচনা সবকিছুতেই শীর্ষে ছিলো বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এই ছবি। কাশ্মিরের হিন্দু পন্ডিতদের উপর হওয়া অমানুষিক অত্যাচারের নির্মম ইতিহাস তুলে আনা হয়েছিলো এই ছবির হাত ধরে। সত্যি ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি বলেই হয়তো করোনা অতিমারির মধ্যেও দর্শক টানতে সক্ষম হয়েছিলো ছবিটি।

   

বক্স অফিস কালেকশনের কথা বললে, ২০০ কোটির গণ্ডি পার করে গেছিলো এই ছবিটি। তবে যে কোনো জিনিসেরই পজিটিভ, নেগেটিভ দুটো দিকই থাকে। কাশ্মিরী পন্ডিতদের নির্মম হত্যা দেখে একদল মানুষের যেমন চোখ ভিজেছিলো তেমনই কিছু রাজনৈতিক শিবির আবার প্রোপাগান্ডা বলে আখ্যা দিয়েছিলো ছবিটিকে।

এবার সেই বিতর্ককে উসকে দিয়ে বিষ্ফোরক মন্তব্য করেন বসলেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ বলেন, “এইবছর ভারত থেকে নির্বাচিত পাঁচটি সিনেমার মধ্যে RRR যেতে পারে। তবে যে সিনেমাকেই অস্কার দৌঁড়ে পাঠানো হোক না কেন, আশা করছি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে (The Kashmir Files) নির্বাচিত করা হবে না।” অনুরাগের এই মন্তব্যের পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, পরিচালকের এই মন্তব্যকে সমর্থন করে কানাডার খ্যাতনামা পরিচালক ডিলান মোহন গ্রে-ও এক বিতর্কিত মন্তব্য করে বসেন। ডিলানের কথায়, “নিরপেক্ষভাবে বোর্ডের তরফে যদি ভারত থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে অস্কারের জন্য পাঠানো হয়, তাহলে এর থেকে লজ্জার আর কিছু হবে না। ভারতে এখনও যা সুনাম রয়েছে, অনুরাগ কাশ্যপ আসলে সেটাই রক্ষা করার চেষ্টা করছে।”

জানিয়ে রাখি, প্রথমে অনুরাগের মন্তব্য এবং ডিলানের পালটা মন্তব্য দেখে বেশ মজাই পেয়েছেন বিবেক অগ্নিহোত্রী। এই প্রসঙ্গে বিবেক অগ্নিহোত্রী তীব্র কটাক্ষ শানিয়ে বলেছেন, “গণহত্যাকে অস্বীকার করা বলিউডের দুশ্চরিত্ররা ইতিমধ্যেই অস্কারের জন্য ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বিরুদ্ধে প্রচার করা শুরু করে দিয়েছে।”

পরিচালকদের এই তর্ক বিতর্ক নজর এড়ায়নি কারোরই। সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে আলোচনা। অধিকাংশেরই বক্তব্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ আমাদের নগ্ন ইতিহাসের অডিও ভিজুয়াল। এক ইউজার লিখেছেন, ”কাশ্মীর ফাইলস অস্কার পাওয়ার জন্য তৈরি হয়নি, এই ছবি মানুষকে সত্যি ইতিহাস জানানোর জন্য। আর সেই কাজে একেবারেই সফর এই ছবি”। কেউ বলেছেন, “এবার মানুষকে ভারতের নির্মম ইতিহাস জানানোর সময় এসেছে”। আরেকজনের বক্তব্য, “শুধু কাশ্মীর ফাইলসই নয়, একে একে দেশের প্রতিটা নির্মম সত্য তুলে আনা হবে”। সাধারণ মানুষ তো ডিলানকেও কটাক্ষ করতে ছাড়েনি।