Papiya Paul

মিটে গেছে মান-অভিমান! দীপাকে বুকে জড়িয়ে ধরল সূর্য, টিভির আগেই ফাঁস বহু প্রতীক্ষিত সুপারহিট পর্ব

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের(Bengali Serial) টিআরপি(TRP) তালিকায় একচেটিয়া রাজত্ব করে আসছে স্টার জলসার(Star Jalsa) ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। এই ধারাবাহিকের নায়ক এবং নায়িকা সূর্য(Surjo) ও দীপার(Deepa) জীবনের চড়াই-উৎরাই দেখতে পছন্দ করেন দর্শকেরা। এতদিন পর্যন্ত দীপাকে ভুল বুঝলেও অবশেষে সমস্ত সত্যিই সামনে এসেছে। ডিএনএ টেস্ট করে সূর্য জানতে পেরেছে সোনা এবং রুপার বায়োলজিক্যাল বাবা সূর্য।

   

দীর্ঘ এত বছর পর বিরাট সত্যের মুখোমুখি হয়ে ভেঙে পড়েছে সূর্য। পুরনো সমস্ত স্মৃতি তাকে কুরে কুরে খাচ্ছে। এর পাশাপাশি দীপার প্রতি সমস্ত অবিচারের কথা মনে পড়তেই চোখে জল এসে পড়েছে তার। আর সাথে সাথেই দীপার কাছে এই সমস্ত ভুল কাজের জন্য ক্ষমা চাইতে ছুটে যায় সূর্য। যদিও সেখানে গিয়ে সূর্য জানতে পারে দীপার শরীরের অবস্থা এতটাই খারাপ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ কথা শুনে হাসপাতালে ছুটে যায় সূর্য।

সেখানে গিয়ে দীর্ঘ চিকিৎসার পর জ্ঞান ফেরে দীপার। এরপরই দীপার দুহাত ধরে ক্ষমা চায় সে। এমনকি ডিএনএ টেস্ট করে আসল সত্যি যে সে জেনে ফেলেছে সেটা উল্লেখ করে। এরপর নিজের আত্মসম্মানের কথা তুলে ধরে দীপা। সে সূর্যকে বলে দেয়, তাদের মধ্যে আর স্বামী-স্ত্রীর সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এরপরেই মা-বাবার মধ্যে আবার ভুল বোঝাবুঝি দেখে কষ্ট পায় সোনা এবং রুপা।

তবে এইসবের মাঝে ই সূর্য স্বপ্ন দেখে যে দীপা তাকে ক্ষমা করে দিয়েছে। সমস্ত ভুল বোঝাবুঝি, দূরত্ব দূরে ফেলে তারা ফের কাছাকাছি এসেছে। কিন্তু স্বপ্ন ভাঙতেই সত্যিটা দেখে মন অস্থির হয়ে ওঠে সূর্যের। এরপরই সেনগুপ্ত বাড়ির সকলে দীপাকে বাড়ি ফেরানোর অনেক চেষ্টা করে। লাবণ্য  দীপাকে বলে যে সে এত অভিমান করলে সোনা-রুপা কোনদিনই তার বাবা-মাকে একসঙ্গে পাবে না।

শেষ পর্যন্ত নিজের মেয়েদের মুখের দিকে তাকিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে যেতে রাজি হয়ে যায় দীপা। বাড়ি ফেরার পরে সূর্য কি আবার দীপার মন জয় করতে পারবে? নাকি দুজনের মধ্যে অভিমান চলতেই থাকবে? এইসব কিছুরই উত্তর মিলবে আগামী পর্বে।