সূর্যের চরিত্রতে কলঙ্ক! সত্যিই জানতেই মিশকাকে জবরদস্ত শিক্ষা দিল দীপা, ফাঁস ধুন্ধুমার পর্ব

নিউজশর্ট ডেস্কঃ দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার এক হয়েছে সূর্য এবং দীপা। স্টার জলসার(Star Jalsa) সবথেকে জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র(Anurager Chhowa) এই পর্বগুলোর জন্যেই অপেক্ষা করছিলেন দর্শকেরা। সূর্য এবং দীপার মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটতেই আবার সাজো সাজো রব উঠেছে সেনগুপ্ত বাড়িতে। দীপাকে নিয়ে হৈ হুল্লোড়ে মেতেছে গোটা পরিবার। তবে এত ভালো পরিস্থিতির মধ্যেও আবার কাঁটা হয়ে ফিরেছে মিশকা।

সে সেনগুপ্ত বাড়িতে এসে সকলের সামনে ভালো সাজার নাটক করে জানায় একটি সুখবর দেওয়ার জন্য এখানে এসেছে। সূর্য যে বাবা হতে পারবে তার প্রমাণ রয়েছে তার কাছে। কি সেই প্রমাণ? সকলের সামনে নিজেকে সূর্যের সন্তানের মা বলে দাবি করে মিশকা। হঠাৎ করে বাড়ি ভর্তি লোকের সামনে সূর্যের নামে এই মন্তব্য করায় সকলে অবাক হয়ে যান। কিন্তু সূর্য প্রথমে কিছু বুঝতে না পারলেও এদিন তার উপলব্ধি হয়ে যায় তার বেস্টফ্রেন্ড মিশকা আসলে কত বড় মিথ্যাবাদী।

তাই সূর্য সমস্ত অভিযোগ অস্বীকার করলে মিশকা জানায় যে দীপাকে ভুল বুঝে তার সাথে যে অন্যায় এতদিন ধরে হয়েছে সে অন্যায় সে নিজের সঙ্গে হতে দেবে না। এরপরে আবার সকলের সামনে কান্নাকাটি শুরু করে দেয় মিশকা। এমনকি সে জানায় যে সূর্য অনেকবার ড্রিংক করে তার কাছে আশ্রয় নিতে গিয়ে তারা ঘনিষ্ট হয়েছিল। তবে সূর্য এইসময় বলে যে সে কোনদিন মিশকাকে ছুঁয়েও দেখেনি। তবে নিজের কথা অনড় রেখেই মিশকা বলে সূর্য আর দীপার মধ্যে সে কখনোই আসবে না। কিন্তু তার সন্তান যেন সূর্যের পিতৃ পরিচয় পরিচয় পায়।

তখন অনুষ্ঠানে উপস্থিত সকলে সূর্যের চরিত্র নিয়ে মন্তব্য করতে শুরু করে। অন্যদিকে এই সুযোগে দীপার মা সিনক্রিয়েট করতে শুরু করলেই লাবণ্য তাকে ধমক দিয়ে চুপ করায়। তবে দীপা যেহেতু মিশকার আসল চেহারাটা জানে তাই সে তখন সূর্যকে অবিশ্বাস না করে সূর্যের পাশে গিয়ে দাঁড়ায়। সে জোর দিয়ে বলে তার ডাক্তারবাবু কোন ভুল কাজ করতে পারে না। ঠিক সেই মুহূর্তেই সূর্য উপলব্ধি করে দীপা তাকে কতটা বিশ্বাস করে। কিন্তু এই পরিস্থিতিতেও দীপার মনের জোর দেখে অবাক হয়ে যায় মিশকা। এখন আগামী দিনে দীপা মিশকার এই মিথ্যে নাটকের কাহিনী কিভাবে সকলের সামনে আনতে পারবে সেটাই এখন দেখার।

Papiya Paul

X