দীপার বিশ্বাস হারালো সূর্য, মিশকার নতুন চালাকিতে ফেঁসে গেলো দীপা, টিভির আগেই ফাঁস আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের পোকা অথচ স্টার জলসার(Star Jalsa) বেঙ্গল টপার সিরিয়ালBengali Serial) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) দেখেন না এমন দর্শকদের সংখ্যা নেই বললেই চলে। দর্শকদের ভালোবাসায় প্রত্যেক সপ্তাহেই লাগাতার বেঙ্গল টপার হয়ে এক কথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সূর্য-দীপার এই মিষ্টি প্রেম কাহিনী। তবে দর্শকদের মনোরঞ্জন করতে কোন ত্রুটি রাখেন না এই সিরিয়ালের নির্মাতারাও। তাই প্রত্যেক সপ্তাহেই একের পর এক চমক আনা হচ্ছে এই মেগা সিরিয়ালে।

পরিবর্তে দর্শকরাও  ভালোবাসার ভরিয়ে দিচ্ছেন এই সিরিয়ালের কলাকুশলীদের। প্রসঙ্গত শুরু থেকেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত আর পাঁচটা বাংলা সিরিয়াল থেকে একেবারেই আলাদা অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সূর্য-দীপা শুধু নয় দর্শকদের কাছে সমান জনপ্রিয় এই সিরিয়ালের অন্যান্য চরিত্ররাও। খলনায়িকা মিশকা থেকে শুরু করে সূর্যের মা লাবণ্য সেনগুপ্ত এবং সূর্য-দীপার  দুই মেয়ে সোনা রুপা প্রত্যেকেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

গত পর্বেই দেখা গেছে  লাবণ্যর কথায় বাধ্য হয়েই মিশকার সন্তানের বাবা হিসাবে সই করেছিল সূর্য। অন্যদিকে ছদ্মবেশ নিয়ে  মিশকার ওই ঘুষখোর চিকিৎসকের কাছে গিয়েছিল দীপা। তার গলায় কাছে ছুরি ধরে তাকে সত্যিই বলতে বাধ্য করে দীপা। তখন প্রাণের ভয়ে ডাক্তারও মিশকার  যাবতীয় কুকর্ম  ফাঁস করে দেয়। তিনি জানান মিশকা তাকে প্রাণের ভয় আর টাকার লোভ দেখিয়ে এই বেআইনি কাজ করতে বাধ্য করিয়েছিল।

Deepa will reveal Mishka's preganancy truth in Anurager Chhowa very soon
anurager chhowa

তবে এ কথা সত্যি বেআইনিভাবে হলেও মিশকার গর্ভে সূর্যেরই সন্তান রয়েছে। ততক্ষণে দীপাও  সমস্ত কথা রেকর্ড করে নেয়।  সেখানে ততক্ষণে পুলিশ নিয়ে চলে আসে দীপার দাদা বৌদি। এরপর আগামী পর্বে দেখা যাবে দীপা হাসপাতালে গিয়ে মিশকাকে জানাবে সে জেনে গিয়েছে তার প্রেগন্যান্ট হওয়ার আসল কারণ।  তারপরেই সে মিশকার সামনে ডাক্তারের সমস্ত স্বীকারোক্তির ভিডিও দেখিয়ে  দেয় দীপা।

কিন্তু মিশকা এত সহজে হারার মেয়ে নয়। তাই দীপা যাতে সূর্যকে ভুল বোঝে তাই শয়তানি করে মিশকা দীপাকে বলে সূর্য মেনে নিয়েছে তার সন্তানকে। বিশ্বাস না হলে দীপাকে হাসপাতালের  রেজিস্টারও  চেক করতে বলে মিশকা। আসলে যেভাবেই হোক মিশকার সন্তানের বায়লোজিক্যাল বাবা সূর্য। তাই বন্ডে সই করলেও তার আলাদা দায়িত্ব রয়েছে। এই সব কথাই দীপার মাথায় ঘুরতে থাকে। এবার এই নতুন সমস্যা থেকে কিভাবে পরিবারকে রক্ষা করবে দীপা? এই প্রশ্নের উত্তর পেতে আগামী পর্বগুলোর জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।

 

Papiya Paul

X