নিউজ শর্ট ডেস্ক: খুব কম বয়সে গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রেখেই ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকা হয়ে উঠেছেন স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের মিশকা (Mishka) অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। এটাই অভিনেত্রীর প্রথম সিরিয়াল। আর প্রথম সিরিয়ালেই তার তুখোর অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে।
পর্দায় মিশকার গা জ্বালানো অভিনয় আর সংলাপ দেখলে রাগ চেপে রাখতে পারেন না দর্শকরাও। তবে অভিনয় দিয়ে বাংলা জোড়া খ্যাতি পেলেও অহনার প্রথম ভালোবাসা কিন্তু নাচ। একসময় তাঁর ক্যারিয়ারও শুরু হয়েছিল নাচ দিয়ে। জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) সিজন ১১-এর প্রতিযোগী ছিলেন অহনা আর তাঁর মা চাঁদনী গঙ্গোপাধ্যায়।
তবে ডেইলি সোপের চাপে এতদিন নাচ থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু এবার নাচটাকে নতুন ভাবে শুরু করতে চলেছেন অভিনেত্রী। এতদিন সিরিয়ালের শুটিংয়ের চাপে নাচ মিস করলেও এখন শুটিংয়ের ফাঁকেই সময় বার করে নাচের স্কুল খুলে ফেলেছেন অহনা।
সেখানেই সব বয়সী স্টুডেন্টদের নিজে হাতেই নাচ শেখাবেন অহনা। এই নাচের স্কুল প্রসঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলার সাথে সাক্ষাৎকারে অহনা জানিয়েছেন ‘ডান্স বাংলা ডান্সের সময় অধ্যাবসা ছিল চূড়ান্ত। তখন তো নাচ ছাড়া কিছু ভাবতেই পারতাম না। নাচ আমার আসলে ছোটবেলার ভালোবাসা। নাচতে নাচতে বুঝলাম, মুখের অঙ্গ-ভঙ্গিমাও খুব দরকার। মুখের এক্সপ্রকেশন ঠিক না থাকলে নাচটাই জিরো। আর এই এক্সপ্রেশন মানেই তো অভিনয়। সেখান থেকেই সিরিয়ালে ঢোকা।’
আরও পড়ুন: ‘ছিঃ ছিঃ! আমরা তো মানুষ’ রিসেপশনে বাদ ড্রাইভার-বডিগার্ড, ক্ষোভ বুম্বাদার দেহরক্ষীর
সেইসাথে অহনা আরও বলেছেন ‘তবে ডেইলি সোপে কাজের যে চাপ থাকে তাতে রোজের অভ্যেসটা বন্ধ হয়ে যায়। এখন যখন একটু গ্যাপ পাই কাজের থেকে, খুব ফাঁকা-ফাঁকা লাগে। নাচটাকে মিস করি খুব। আমি বিশ্বাস করি, আমি নাচটা নিয়েই জন্মেছি। আর তাই এই ডান্স ক্লাস শুরু করার উদ্যোগ। আমার প্রথম নাচের ক্লাস এটা।’
জানা যাচ্ছে আপাতত ভাড়া নিয়েই বাঘাযতীনের কাছে রংটং স্টুডিওতে নাচ শেখাচ্ছেন অভিনেত্রী। তাঁর নাচের ক্লাসের সময় শনিবার বিকেল চারটে থেকে ছ’টা। তার মধ্যে তিনটে থেকে চারটের ক্লাসটা ছোট বাচ্চাদের জন্য। আর চারটে থেকে ৬টার ক্লাসে ১৪ বছর বয়সের উপরের বয়সীদের জন্য।
View this post on Instagram
ক্লাসের খরচ প্রসঙ্গে অহনা জানিয়েছেন ‘খুব সামান্য খরচে শেখানো হচ্ছে। এমন নয় সেলেব্রিটি বলে অনেক টাকা নেব। আমার মনে হয় পাড়ায় পাড়ায় যে নাচের ক্লাস তাতেও অনেকে এর থেকে বেশি টাকা নেয়। কিন্তু আমি চাই সবাইকে শেখাতে। আমিও শিখতে। নিজেও একটা অনুশীলনের মধ্যে থাকতে’।