Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Surjo,সূর্য,Deepa,দীপা,Arjun,অর্জুন,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

anita

সূর্য অতীত! সোনা-রুপার সামনেই আবার দীপার বিয়ে দেবে তার বাবা, ফাঁস হাইভোল্টেজ পর্ব

নিউজ শর্ট ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের আবহ আর গল্পের একঘেয়েমিতে এক ধাক্কায় বিরাট ধ্বস নেমেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) টিআরপি তালিকায়। তবে টিআরপি তালিকায় নাম্বার কমলেও দর্শকমহলে অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা কমেনি এক ফোঁটাও। তাই এখনও  প্রতিদিন টিভির পর্দায় অনুরাগের ছোঁয়া না দেখলে দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সিরিয়াল প্রেমীদের।

   

তবে যদিও ড্যামেজ কন্ট্রোল করে দর্শক টানতে প্রস্তুত এই সিরিয়ালের নির্মাতারাও। তাই দর্শকদের নতুন চমক দিতে সদ্য এই  সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তী। সিরিয়ালে তাঁর চরিত্রের নামও এটাই। এখনও পর্যন্ত জানা যাচ্ছে অর্জুন ছোটবেলায় দীপার প্রতিবেশী ছিল। বয়সে বড় হওয়ায় দীপা তাকে দাদা বলেই ডাকত।

কিন্তু অর্জুনের মনে দীপার জন্য সেই ছোট থেকেই রয়েছে এক তরফ ভালোবাসা। যা আজ পর্যন্ত না বলাই থেকে গিয়েছে। তাই দীপাও কখনও জানতে পারেনি অর্জুনের মনের কথা। বহুদিন পর আবার রিইউনিয়নের জন্যই দেশে ফিরেছে অর্জুন। অন্যদিকে এখন দীপার জীবনেও টালমাটার অবস্থা। ভাগ্য দোষে  বারবার বিনা অপরাধে  কষ্ট পেতে হচ্ছে দীপাকে। গত পর্বেই দেখা গিয়েছে মিশকার পাতা ফাঁদে পা দিয়ে লাবণ্য সেনগুপ্ত জোর করেই সূর্য-দীপাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়েছেন।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Surjo,সূর্য,Deepa,দীপা,Arjun,অর্জুন,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তবে তিনি কথা দিয়েছেন পরিস্থিতি ঠিক হলে কিছুদিন পরেই তিনি আবার দীপাকে সসম্মানে ফিরিয়ে আনবেন সেনগুপ্ত বাড়িতে। কিন্তু এদিন দীপার সৎ মা আর বাবা এসে জানিয়ে দিয়েছেন তারা আর কোনদিন দীপাকে এই বাড়িতে পাঠাবেন না। আগামী পর্বে দেখা যাবে ডিভোর্স পেপারে  সই করার পর তার সাথে একবারের জন্য দেখা করতে আসবে না সূর্য।

আরও পড়ুন: বাংলা সিরিয়ালের দুই মহান নায়িকা! দীপা-শিমুলের ভালো সাজার নাটক দেখে রেগে আগুন দর্শকেরা

এর পিছনেও রয়েছে মিশকার চাল। সূর্য যাতে ডিভোর্সে পেপার  না ছিড়ে না ফেলে তাই মিশকা শয়তানি করে নিজের বাচ্চার দোহাই দিয়ে ঘরের মধ্যেই আটকে রেখেছে। অন্যদিকে অপেক্ষা করার পরেও  সূর্য না আসায় তার সাথে দেখা না করে বাড়ি ছেড়ে চলে যাবে দীপা। এরপর দেখা যাবে দিপাকে বাড়ি নিয়ে যাওয়ার পর তার বাবা তাকে জানিয়ে দিয়েছে, তারও অধিকার রয়েছে নতুন জীবন শুরু করার।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Star Jalsha,স্টার জলসা,Anurager Chhowa,অনুরাগের ছোঁয়া,Surjo,সূর্য,Deepa,দীপা,Arjun,অর্জুন,Entertainment,বিনোদন,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আরও পড়ুন:ফিরছে মৌ-ডোডোর জুটি! স্বীকৃতির সাথে কামব্যাক প্রসঙ্গে কি বললেন অর্পণ?

তাই তিনি সোনা রুপার সামনেই জানিয়েছেন তিনি আবার দীপার বিয়ে দেবেন। এ কথা শোনার পর দর্শকদের অনুমান সদ্য সিরিয়ালে এন্ট্রি নেওয়া অর্জুন চক্রবর্তীর সাথেই আগামী দিনে আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে দীপা। এখন দেখার আগামী দিনে সত্যিই কি সূর্য-দীপা আলাদা হবে নাকি এই ধারাবাহিকে আসছে আরও নতুন চমক।