১০ বছর এগিয়ে গেল সিরিয়ালের গল্প, বড় হবে সোনা-রুপা, বিরাট চেঞ্জ ‘অনুরাগের ছোঁয়া’র গল্পে

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) সবথেকে জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া(Anurager Chhowa)। এই মুহূর্তে এই সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। প্রত্যেক পর্বেই টানটান উত্তেজনা দেখিয়ে দর্শকদের টিভির সামনে বসে রাখতে বাধ্য করছে নির্মাতারা। প্রায় এক বছর হতে চলল এখনো মিল হয়নি সূর্য এবং দীপার মধ্যে। তবে সে যাই হোক, এই সিরিয়ালের মূল ইউএসপি সোনা এবং রুপা। দর্শক থেকে শুরু করে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মিশিতা এবং সৃষ্টির কাজের প্রশংসা করেছেন।

‘হিংসুকুটি’ আর ‘পাতা মেয়ে’কে একদিন দেখতে না পারলে মন খারাপ হয়ে যায় দর্শকদের। সিরিয়ালের দীর্ঘদিন ধরে একঘেয়েমি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন দর্শকেরা। এদের বাবা মায়ের মিল দেখানোর জন্য অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে ছোট্ট সোনা এবং রুপাকে। আর তাই সিরিয়ালের ট্রাক পরিবর্তন করার দাবি জানিয়েছেন ভক্তরা। অবশেষে শোনা যাচ্ছে, দর্শকদের সেই দাবির পূরণ হতে চলেছে।

সিরিয়ালের গল্পে নাকি বিরাট পরিবর্তন আসতে চলেছে। এর কারণ হলো লিপ নিতে চলেছে সূর্য এবং দীপার এই কাহিনী। গুঞ্জন শোনা যাচ্ছে যে একলাফে সে ১০ বছর এগিয়ে যাবে এই সিরিয়ালের গল্প। এই সিরিয়ালে দেখানো হবে, সোনা এবং রুপা দুজনেই বড় হয়ে যাবে। সোনা এবং রুপার জায়গায় এন্ট্রি নিবে দুই নতুন নায়িকা। শেষ হয়ে যাবে ছোট্ট মিশিতা এবং সৃষ্টির ট্র্যাক।

Anurager Chhowa

ইতিমধ্যে এই সেই দুই নায়িকার নামও জানা গিয়েছে। জানা গিয়েছে সোনার চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা ঘোষ নিজেই।অর্থাৎ ডবল রোল করবেন অভিনেত্রী। আর রুপার চরিত্রে অভিনয় করবেন শ্যামৌপ্তি মুদোলি ওরফে সকলের প্রিয় গুড্ডি। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি।

Papiya Paul

X