‘অনুরাগের ছোঁয়া’য় নতুন মোড়, সূর্য-দীপার সংসার ভাঙতে মেয়েকে নিয়ে আসছে মিশকা! ফাঁস আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) সবথেকে জনপ্রিয় ধারাবাহিক বলতে যার নাম প্রথমে আসে সেটি হল ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। এখনো পর্যন্ত কোন ধারাবাহিক এই সিরিয়ালকে টেক্কা দিতে পারেনি। তাই প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা দখল করে নিচ্ছে এই সিরিয়াল। এই ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী দর্শকেরা জানেন যে নিজের বুদ্ধির জেরে সূর্যকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে এসেছে দীপা।

অন্যদিকে দোষী সাব্যস্ত হয়েছে মিশকা। তাই এখন জেলে রয়েছে সে। তবে জেলে থেকেও একটার পর একটা কুমতলব করেই চলেছে। সূর্য এবং দীপাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না মিশকা। তাই এবার মিথ্যে নাটক করে জেল থেকে বেরিয়ে হাসপাতালে গিয়ে রয়েছে সে। শরীর অসুস্থতার নাটক করে সূর্যকে দিয়ে বন্ডে সই করে নিতে বাধ্য করিয়েছে মিশকা।

অন্যদিকে এখনও অব্দি প্রমাণ হয়নি মিশকার গর্ভে সূর্যের সন্তান এলো কি করে। আর এটাকেই হাতিয়ার করে একটার পর একটা চাল করে চলেছে মিশকা। এখনো দীপা এই বিষয়টি নিয়ে কোনো কিছু করেনি। ঐদিকে আবার লাবণ্য মিশকার সন্তানকে সেনগুপ্ত পরিবারের সদস্য বলে মেনে নিয়েছে।

তবে এবার ধারাবাহিকে আসতে চলেছে বিরাট বদল। খুব শীঘ্রই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বিরাট মোড় নিতে চলেছে।  যা দেখে এবার অবাক হয়ে যাবে দর্শকেরাও পর্যন্ত। বলাই বাহুল্য মিশকার এই এন্ট্রি যে বিরাট ধামাকা করবে তা আন্দাজ করতে পারছেন যে কেউ। খুব শীঘ্রই এই ধারাবাহিকে ছোট টাইম লিপ নেওয়া হবে। আর এই টাইম লিপ এর মধ্যে বেশ কিছুটা বড় হয়ে যাবে সোনা-রুপা।

untitled design 2023 10 26t122503.439

মনে করা হচ্ছে এবার ছোট্ট সোনা-রুপার বদল আসতে পারে। আবার ওই দিকে সূর্য এবং দীপার সুখের সংসার তছনছ করার জন্য মিশকা ফিরবে তার মেয়েকে নিয়ে। যদিও এই মেয়ের চরিত্রে কে অভিনয় করবে তা অবশ্য এখনো জানা যায়নি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে যে ধামাকা হবে সেটা ভালোই বোঝা যাচ্ছে।

Papiya Paul

X