নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবথেকে খতরনাক খলনায়িকা হলেন ‘অনুরাগের ছোঁয়া’র(Anurager Chhowa) মিশকা(Mishka) ওরফে অভিনেত্রী অহনা দত্ত(Ahona Dutta)। এই সিরিয়ালে অভিনয় করে এখন বাংলার প্রত্যেকটা ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। সুন্দরী এই অভিনেত্রীকে ভিলেনের চরিত্রে দেখে অবাক হয়ে যান দর্শকেরা। তবে সে যাই হোক অহনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন সবকিছু নেই মানুষের আগ্রহ প্রচুর।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি এই ভিলেনের জনপ্রিয়তা তুঙ্গে। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা চলে। তবে তিনি তার মনের মানুষকে নিয়ে কখনো লুকোচুরি করেননি। অনুরোধের ছোঁয়ায় মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে খুল্লামখুল্লা প্রেমে মজেছেন এই নায়িকা। যদিও তার এই সম্পর্ক নিয়ে মোটেই খুশি নয় তার মা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের এই সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অহনার মা।
তবে মায়ের পছন্দ না হলেও দীপঙ্করকে মেয়ের বিরাট পছন্দ। তাই মাকে ছেড়ে প্রেমিককে বেছে নিতেও একবার ভাবেনি অভিনেত্রী। অহনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘাটলে প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি পাওয়া যাবে। কিছুদিন আগেই প্রেমিকের জন্য ট্যাটু করিয়েছিলেন অহনা। সেই ছবিও তিনি অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন।
সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অহনা বলেন, প্রেমিকের হাত ধরেই ঘোরার প্ল্যান রয়েছে তার। প্রেম হওয়ার পর এটাই প্রথম পুজো। প্রেমিকের সঙ্গে চুটিয়ে মজা করার পরিকল্পনা রয়েছে অহনার। অভিনেত্রী আরো বলেন, ‘মা আমাদের সম্পর্কটা মেনে নেননি। সেটা আমাদের দু’জনের একটা দুঃখের জায়গা বটেই। তবে সম্পর্কে আসার পর এটা আমাদের প্রথম পুজো। আগের বছরের পুজোয় আমাদের প্রেমটা এতটা জমে ওঠেনি। সেই জন্য জন্য এই বছর পুজোটা আমার কাছে একটু বেশি বিশেষ। সেই জন্য কোনও মন খারাপ রাখতে চাই না’।
পুজোর প্ল্যান নিয়েও সাক্ষাৎকারে জানিয়েছেন অহনা। তিনি বলেন, ‘ঠাকুর দেখতে যাব। ইচ্ছা আছে রঙ মিলিয়ে জামা পরার। দেখা যাক কত দূর কী হয়’। তারা দুজন দুজনকে কি কি উপহার দিয়েছেন? অভিনেত্রী উত্তরে বলেন, ‘দীপঙ্কর সালোয়ার, শাড়ি মিলিয়ে আমায় ১২টা পোশাক কিনে দিয়েছে। মাস খানেক আগেই আমার শপিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে ওঁর কেনাকাটা এখনও সম্পূর্ণ হয়নি। আমি পাঞ্জাবি, শার্ট দিয়েছি। তবে এখনও বেশ কিছু কেনাকাটা বাকি আছে’।