নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া।'(Anurager Chhowa) প্রত্যেক পর্বেই ধামাকাদার টুইস্ট রাখছেন নির্মাতারা আর যার জন্য এই সিরিয়াল দেখতে বাধ্য হচ্ছেন দর্শকেরা। আর এবার এই সিরিয়ালে আসতে চলেছে এক নতুন মোড়। জেলে থাকলেও সূর্য এবং দীপার জীবন তছনছ করার জন্য একটার পর একটা ফন্দি এঁটেই চলেছে মিশকা।
এই ধারাবাহিকে দেখানো হয়েছে মিশকা কারসাজি করে কনস্টেবলকে ব্যবহার করে জেল থেকে পালিয়ে গিয়ে সূর্যের বাড়িতে আসে। সেইসময় দুর্গাপূজার অনুষ্ঠান নিয়ে মেতেছিল সূর্য। তখনই সবার অলক্ষ্যে ঘোমটার আড়ালে সূর্যকে এসে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায় মিশকা। এরপর দীপা যখন থানায় গিয়ে কমপ্লেন করতে যায় তখন দেখে মিশকা সেখানেই রয়েছে আর সেখানে গিয়েও মিশকা দীপাকে বলে যে ‘সূর্যকে তুমি আমার কাছে পাঠাবে’।
ঐদিকে মা দুর্গার বরণের সময় দীপা সূর্যকে ডাকতে এলে দেখে যে সূর্য মনমরা হয়ে বসে রয়েছে। তখন দুজনের মধ্যে আবার কথোপকথন শুরু হয়। এর মাঝেই দীপা বলে যে সবকিছু ঠিকঠাক হলেও ডিএনএ টেস্টে রিপোর্টটা কিভাবে মিল হতে পারে? এরপরেই সূর্য দীপাকে বলে আমি ভেবেছিলাম অন্তত তুমি আমার পাশে রয়েছো। কিন্তু এবার দেখছি তুমিও সন্দেহ করছো। তখন দীপা বলে যে সূর্যকে বিশ্বাস করে সে কিন্তু তার ভাগ্যকে বিশ্বাস করতে পারে না।
এরপর আগামী পর্বে দেখানো হবে, মিশকা আবার শরীর খারাপের ভান করে হসপিটালে ভর্তি হয় এবং হসপিটালে গিয়েও নিজের কোন স্পেশালিস্ট ডাক্তারকে ডেকে পাঠাতে বলে। হসপিটালের থেকে এবার নিত্যনতুন প্ল্যান করে সূর্য এবং দীপার বিরাট ক্ষতি করতে আসছে মিশকা। এই ধামাকা পর্ব দেখার জন্য আগামী দিনের এপিসোড গুলো দেখতে হবে দর্শককে।