নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিকে এখন টানটান উত্তেজনার পর্বে চলছে। এই সময়ে একটা পর্ব মিস করে ফেলা মানে বিরাট মিস হয়ে যাবে দর্শকদের। তাই এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছেন না দর্শকেরা। এই সিরিয়ালের জনপ্রিয়তা এতটাই বেশি যে ঘরে বাইরে এখন সব জায়গায় দীপা-সূর্য এবং মিশকাকে নিয়ে আলোচনা চলে।
এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন, এই মুহূর্তে মিশকাকে খুন করার অভিযোগে জেলে রয়েছে সূর্য। আর সূর্যকে জেল থেকে ফিরিয়ে আনার জন্য দীপা, লাবণ্যসহ গোটা সেনগুপ্ত পরিবার প্রচুর চেষ্টা করছে। ওই দিকে দীপাও সূর্যকে কথা দিয়েছে সে সূর্যকে দেবীপক্ষের আগেই জেল থেকে বের করে আনবে। আর অন্যদিকে পুলিশের চোখে ফাঁকি দিয়ে মিশকা এখন কখনো বুড়ির ছদ্মবেশে, কখনো আবার তান্ত্রিকের ছদ্মবেশে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
এই ধারাবাহিকে ইতিমধ্যেই দেখানো হয়েছে মিশকাকে বুড়ির সাজে চিনতে পেরে গিয়েছে দীপা। কিন্তু দীপার মুখের কথা বিশ্বাস করেনি পুলিশ। ওইদিকে দীপা পুলিশের সাহায্য না পেয়ে তবলার সাহায্য নিয়ে মিশকার বাড়িতে প্রমাণ জোগাড় করতে গিয়েছে। এদিকে আবার এত বছর পর দীপার প্রতি ভালোবাসা জেগে উঠেছে তার সৎ মা রত্নার মধ্যে। তাই সে দীপা এবং সূর্যর ভালো থাকার জন্য মন্দিরে গিয়ে প্রার্থনা শুরু করে।
আর সেই মন্দিরেই ইচ্ছাকৃতভাবে তান্ত্রিকের বেশে এসে মিশকা রত্নাকে জানায় যে এই বিপদ থেকে মুক্ত হতে গেলে তার মেয়েকে শুধিপুজো করতে হবে। তাই তার মেয়েকে মাঝরাতে একা এসে মায়ের কাছে পুজো দিয়ে যেতে হবে। এটা দীপাকে মারার জন্য নতুন প্ল্যান কষে রেখেছে মিশকা।
ঐদিকে আজকের পর্বে দেখানো হবে, লাবণ্য যখন জানবে দীপা মিশকার বাড়ি গিয়েছিল, তখন সে প্রচন্ড রাগে অভিমানে দীপার গালে চড় মারবে। যদিও পরক্ষণেই আবার দীপাকে বুকে টেনে নিয়ে কান্নায় ভেঙে পড়বে লাবণ্য।। এরপরেই সৎ মায়ের কথাই বলে গিয়ে দীপা তবলাকে নিয়ে মন্দিরে পুজো দিতে যায়। সেখানেই দীপাকে পিছন থেকে ছুরি মারতে আসবে মিশকা। তবে এবারেও সে সফল হবে না। এরপরের টুইস্ট জানতে দর্শকদের আগামী পর্বগুলো অবশ্যই দেখতে হবে।