নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশন জগতে এখন একের পর এক নতুন সিরিয়াল(Bengali Serial) আসছে। কিন্তু কেউই সেরার জায়গা থেকে ‘স্টার জলসা’র(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া’কে(Anurager Chhowa) সরাতে পারছে না। মাঝে এক সপ্তাহে ব্রেক হলেও আবার বেঙ্গল টপারের জায়গা নিয়ে নিয়েছে সূর্য এবং দীপার এই কাহিনী। এই সিরিয়ালের সবথেকে জনপ্রিয় জুটি হলো ছোট্ট ও সোনা-রুপা। তাদের জন্যই ইচ্ছে না থাকা সত্ত্বেও রোজ টিভির সামনেই সিরিয়াল দেখতে বসে পড়েন দর্শকেরা।
একঘেয়েমি গল্প দেখিয়েও সেরার জায়গা দখল করে রেখেছে এই সিরিয়াল। নিত্য নতুন টুইস্ট, ধামাকা পর্ব আসছে দেখালেও মিল হচ্ছে না সূর্য এবং দীপার। তবুও লেখিকা তার লেখনীর মাধ্যমে প্রত্যেক পর্বেই টানটান উত্তেজনা বজায় রাখছেন আর এতেই দর্শকেরা দেখছেন এই সিরিয়াল। গতপর্বেই দেখানো হয়েছে সোনা-রুপাকে শহর থেকে দূরে একটি মিশনারি স্কুলে নিয়ে আসা হয়েছে। এরপর আবার নতুন ধামাকা পর্ব আসতে চলেছে।
এক ঘণ্টার মহাপর্বে এবার দেখানো হবে বিরাট টুইস্ট। এবারের ১ ঘন্টার মহাপর্বে নতুন দেখা গিয়েছে সোনা এবং রুপার খোঁজ পেয়ে ওই মিশনারি স্কুলে ছুটে চলে যায় দীপা। সেখানে দীপা তাদের মায়ের পরিচয় দিলেও সূর্যের ভয়ে সোনা-রুপা তাদের মাকে নিজের মায়ের পরিচয় দিতে অস্বীকার করে। তখন দীপাকে অপমান করে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপরই দীপা স্কুল থেকে বেরিয়ে মনে মনে ভাবতে থাকে, ‘আমাকে স্বীকার করলো না, তখন আর বেঁচে থেকে কি লাভ।’
এরপরই দেখা যায়, পেছন থেকে একটা ট্রাক এসে দীপাকে ধাক্কা মারে। আর এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়ে সে। এবার মৃত্যুশয্যায় থাকা দীপাকে দেখে কি করবে ডাক্তার বাবু? অবশেষে কি সত্যিই ঘটনাগুলো সামনে আসবে? নাকি আবার অন্যদিকে মোড় নেবে সিরিয়ালের গল্প? আগামী এক ঘণ্টার মহাপর্বের জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। ৩ সেপ্টেম্বর রবিবার রাত ৯টা থেকে ১০ টা পর্যন্ত এই এক ঘন্টার মহাপর্ব দেখানো হবে।