অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে দীপা! ভুলবে নিজের সোনা-রুপাকেও, ফাঁস দুর্দান্ত পর্ব

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) সবথেকে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa)। প্রত্যেক সপ্তাহেই বেঙ্গল টপারের জায়গা ছিনিয়ে নিচ্ছে এই সিরিয়াল। প্রায় দেড় বছর হতে চলল এখনো ভুল বোঝাবুঝি মেটেনি সূর্য এবং দীপার মধ্যে। এই ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন স্বামী এবং দুই মেয়েকে এখন খুঁজে বেড়াচ্ছে দীপা।

আগামী পর্বে দেখানো হবে, মেয়েদের খোঁজ পেয়ে গেলেও সেই মেয়েরাই তার মাকে চিনতে অস্বীকার করবে এবার। এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে, মেয়েদের জন্য পাগলের মত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দীপা। তবলাও তার ভাগ্নিদের খুঁজতে মিশকার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে জানতে পারে, মিশকা এই ব্যাপারে কিছুই জানে না। এখন সিস্টার মার্গারেটকে খুঁজে চলেছে লাবণ্য।

আবার অন্যদিকে একজন ব্যক্তি দীপাকে তার মেয়েদের ছবি দেখে বলে এরা তো ডাক্তার বাবুর মেয়ে। সিস্টার মার্গারেটর স্কুলে পড়ে। এরপরে ওই স্কুলে পৌঁছে যায় দীপা। দারোয়ান তাকে আটকে রাখলেও সে সোজা তার দুই মেয়ের কাছে পৌঁছে যায়। তখন ওই সিস্টার দীপাকে জিজ্ঞেস করে সে কেন স্কুলে এসেছে? তখন দীপা বলে যে সোনা আর রুপা তার মেয়ে তাই নিজের সন্তানদের নিতে এসেছে সে। এতে সূর্য কষ্ট পাবে বলে সোনা এবং রুপা দুজনেই তার মাকে অস্বীকার করে।

এরপরেই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় দীপাকে। নিজের মেয়েরা তাকে অস্বীকার করায় খুব কষ্ট পায় দীপা। সোজা এক মন্দিরে গিয়ে দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে বলে, আমার মেয়ে দুটোকে অনেক বদলে দিয়েছে ডাক্তারবাবু। এইসব করে রাস্তায় হাঁটতে হাঁটতে পেছন থেকে একটি গাড়ি এসে দীপাকে ধাক্কা মারে। আর এতে মাথায় গুরুতর চট পেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে দীপা। এই ঘটনার পরে দর্শকদের একাংশ অনুমান করছে, মাথায় চোট পাওয়ার কারণে দীপা নিজের স্মৃতি হারিয়ে ফেলবে। সূর্য-সোনা-রুপা সবাইকে সে ভুলে যাবে? সত্যিই কি আগামী দিনে এমনটা হবে?

Papiya Paul

X