শুধু মিশকা নয়, সূর্য-দীপার জীবন তছনছ করতে ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে এই জনপ্রিয় খলনায়িকা

নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) অনুরাগের ছোঁয়া(Anurager Chhowa) ধারাবাহিকে খলচরিত্র মিশকার জন্য তছনছ হতে চলেছে সূর্য এবং দীপার জীবন। বারে বারে সূর্য এবং দীপার সম্পর্ক নষ্ট করার জন্য নিত্যনতুন প্ল্যান কষছে মিশকা। তবে এবার আর শুধু মিশকা নয়, আর এক নতুন খলচরিত্রের আগমন ঘটতে চলেছে সূর্য এবং দীপার জীবনে।

জানা গিয়েছে, এই খলচরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর তিনি আবার টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন। পুজোর আগে নতুন কাজ পেয়ে খুব খুশি হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তিনি কাজ পাওয়ার খবরে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, প্রায় সাত মাস পর কাজ পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। একদিকে যেমন নতুন কাজে আয়েশা খুশি আছেন, তবে তার এই নতুন চরিত্রের খবরে অনুরাগীরা কতটা খুশি হবেন, সেই বিষয়ে যথেষ্ট সন্ধেহ রয়েছে।

এর কারণ হলো সূর্য এবং দীপার জীবন আরো কঠিন করে তোলার জন্য এই সিরিয়ালে এন্ট্রি নিচ্ছেন আয়েশা। এমনিতেই মিশকার জ্বালাতনে ভেঙে চুরমার সূর্য এবং দীপার সুখের সংসার। তার ওপর আবার আসছে আর একজন। জানা গিয়েছে, উকিলের চরিত্রে দেখা যাবে আয়েশাকে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মিশকা খুনের অভিযোগ এনেছে সূর্যের বিরুদ্ধে। এর জন্য গ্রেফতার হয়েছে সূর্য। আমাকে দেখা যাবে নায়কের বিরুদ্ধে। অর্থাৎ মিশকার উকিলের চরিত্রে দেখা যাবে। আমায় যেখানে ষড়যন্ত্র আরো অনেক জটিল হবে। বলা যেতে পারে এই চরিত্রটাও নেতিবাচক।

প্রসঙ্গত, বহুদিন ধরে টেলিভিশনের পর্দায় কাজ না পেয়ে অবসাদে ভুগছিলেন অভিনেত্রী আয়েশা। কিছুদিন আগেই তার অবসাদের কথা তিনি জানিয়েছিলেন। প্রায় সাত মাস বাড়িতে থেকেছেন তিনি। কাজ পাচ্ছিলেন না বলে বারবার নিজের কষ্টের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী।

Papiya Paul

X