নিউজশর্ট ডেস্কঃ স্টার জলসার(Star Jalsa) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chhowa) ধারাবাহিকে এই মুহূর্তে এমন সব দুর্ধর্ষ পর্ব আসছে যে একটি পর্বও মিস করতে পারবেন না দর্শকেরা। দীর্ঘদিন একঘেয়েমি দেখানোর পরে এবার প্রত্যেকদিন নিত্যনতুন টুইস্ট নিয়ে আসছেন এই সিরিয়ালের নির্মাতারা। এই মুহূর্তে মিশকাকে খুনের অভিযোগে জেলে রয়েছে সূর্য। আর অন্যদিকে মিশকা দীপাকে খুন করার জন্য একটার পর একটা প্ল্যান কষেই চলেছে।
এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন, গতদিনের পর্বে দেখানো হয় দীপা আর সূর্যের সঙ্গে মিশকাকে নিয়ে কথা বলতে থাকে। এমনকি সে যে বেঁচে আছে সেই প্রমাণ করবে দীপা। অন্যদিকে কাজের মহিলার ছদ্মবেশে তাদের সমস্ত কথা শুনতে থাকে মিশকা। এরপর মিশকা সূর্যকে চা দিতে চাইলে সূর্য বারবার ফিরিয়ে দিয়েও শেষে মিশকার হাতে চা নিয়ে নেয় সূর্য। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকলেও তার উচ্চতা, হাঁটাচলা, গলার আওয়াজ সবকিছুই চেনা চেনা লাগে সূর্যের।
তখন কিছু না ভেবেই সূর্য মিশকা বলে ডেকে ওঠে এবং সূর্যের ডাকে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে মিশকা। সূর্য তখন বুঝে যায় এই ছদ্মবেশী মহিলা আসলে মিশকা। কিন্তু পুলিশ তার কোন কথাই বিশ্বাস করতে চায় না। অন্যদিকে আবার মিশকার বাড়িতে ঢোকার সময় সিসিটিভি ফুটেছে দীপা এবং তবলাকে দেখা যায়। তখন সে প্রমাণ নিয়েই দীপার বাড়িতে চলে আসে পুলিশ। এখানে পুলিশ আসল অপরাধীকে না খুঁজে দীপার পিছনে পড়ে আছে এটা দেখে ভীষণ রেগে যায় দীপা। আর এই নিয়ে পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক চলতে থাকে।
ঐদিকে এবার দীপার পরিবর্তে সূর্যকে মারার প্ল্যান করতে থাকে মিশকা। কারণ সে বুঝে গিয়েছে সূর্যকে সে আর পাবে না তাই কনস্টেবলকে একটু ওষুধ দিয়ে বলে এটা যেন সূর্যের খাবারে মিশিয়ে দেয়। তাহলে সূর্য শেষ হয়ে যাবে। এরপর ওই কনস্টেবল সূর্যকে খাবার দিতে এলে সে খাবারটা খেতে চায় না। তখন কনস্টেবল কফির কথা বললে সূর্য সেই কফিটা নিয়ে নেয় এবং সেটা খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে।
এরপরেই দেখা যাবে সূর্যকে নিয়ে হসপিটালে যেতে হয় সকলকে। তাহলে কি নির্দোষ প্রমাণ হওয়ার আগেই মারা যাবে সূর্য? নাকি আবার দীপা সূর্যের পাশে দাঁড়িয়ে তাকে বাঁচিয়ে তুলবে? এই সব প্রশ্নের উত্তরগুলো দর্শকেরা দেখতে পাবেন আগামী এপিসোড গুলোতে।