নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘স্টার জলসা’র (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। দিব্যজ্যোতি একাধিক চ্যানেলের সুপারহিট সব বাংলা সিরিয়ালে অভিনয় করলেও এটাই স্বস্তিকা অভিনীত প্রথম বাংলা সিরিয়াল।
তাঁরা দুজনেই এই সূর্য-দীপা চরিত্রটিকে প্রথম থেকে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন যে ইতিমধ্যেই তাদের জুটি গোটা বাংলায় সুপারহিট। পর্দায় তাদের মিষ্টি রসায়ন দেখে চোখ ফেরাতে পারেন না দর্শকরা। অনুরাগের ছোঁয়ার সূর্য-দীপা জুটির নাম মিলিয়ে তাদের ভালবেসে সুদীপা বলেও ডাকে। পর্দায় সুদীপা জুটির রোমান্স কিংবা মান অভিমান অথবা ঝগড়া আবার মিল সবটাই শুরু থেকে দারুন উপভোগ করছেন দর্শকরা।
তবে ধারাবাহিকের শুরুর দিকে যেভাবে সূর্য-দীপার মিষ্টি প্রেমের কাহিনী দেখানো হয়েছিল সময়ের সাথে সাথে তার অন্য মোড় নেয়। যার ফলে মিশকার শয়তানি আর সূর্য-দীপার ভুল বোঝাবুঝি দেখে ক্লান্ত হয়ে গিয়েছেন দর্শকরা। একটা সময় এই মিশকা শয়তানের জন্যই বছরের পর বছর একে অপরের থেকে আলাদা ছিল সূর্য দীপা।
পরে আবার মিলও হয়েছিল তাদের। সেই সময় এই সিরিয়ালের অন্যতম ইউএসপি। ছিল সূর্য দীপার দুই মিষ্টি মেয়ে সোনা রুপা। কিন্তু এখন মিশকার সমস্ত শয়তানি ধরা পড়তেই জেলে গিয়েছে সে। তারপরেই সমস্ত মোহ মায়া ত্যাগ করে সবার থেকে অনেক দূরে চলে গিয়েছে সূর্য।অন্যদিকে অসুস্থ রুপাকে সুস্থ করে তুলতে মরিয়া দীপা।
আরও পড়ুন: পর্দার ‘জগদ্ধাত্রী’র জন্মদিন! অঙ্কিতার জন্মদিনে কি বার্তা দিলেন বিশেষ বন্ধু স্বয়ম্ভূ?
এই বিপদের দিনে দীপার পাশে ঢাল হয়ে রয়েছে তার ছোটবেলার অর্জুন দা। এখন সোনা-রুপা চাইছে এই অর্জুনের সাথেই তাদের মায়ের বিয়ে হোক। সিরিয়ালের ট্র্যাক অনুযায়ী আগামী দিনে হয়তো দুই মেয়ের কথা শুনে বিয়ে করতেও রাজি হয়ে যাবে দীপা। এই কারনেই স্টার জলসার পরিবার আওয়ার্ডের সেরা জুটির তালিকা থেকে বাদ পড়েছে সূর্য-দীপার নাম।
কিন্তু এত কিছুর পরেও দর্শকরা তাদের আবার একসাথে দেখতে চাইছেন। তাই সোশ্যাল মিডিয়ায় এখন তুঙ্গে জল্পনা। আর অনুরাগীগের এখন একটাই প্রশ্ন তাদের প্রিয় জুটি কেন সেরা জুটির তালিকা থেকে বাদ পড়লো। তবে স্টার জলসার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তা এখনও জানা যায়ন।