Anurager Chowa

Moumita

দীপাকে শাস্তি দিতে রূপাকেই ছিনিয়ে নিল সূর্য, অসহায় দীপা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগামী পর্ব

বিগত কয়েক মাস ধরে বেঙ্গল টপারের খেতাব নিজের দখলে রেখেছে স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। দার্জিলিং ট্যুর থেকে শুরু করে সোনার কিডন্যাপ, সূর্যর দীপাকে (Deepa) নিজের স্ত্রীর পরিচয় দেওয়া সবে মিলিয়ে এই মেগা-তে এখন জমজমাট কাহিনী। আর তার মধ্যেই সূর্য (Surya) জানতে পেরেছে যে, দীপাই রূপার আসল মা।

   

প্রসঙ্গত উল্লেখ্য, TRP তালিকায় বাকি সবাইকে টেক্কা দিলেও একঘেয়ে হয়ে যাচ্ছে কাহিনী, এমনটাই অভিযোগ নিত্য দর্শকদের। আসলে বেশিরভাগ দর্শক এখন সূর্য দীপার মিলন দেখতে চাইছে। এদিকে নির্মাতারা নিত্যনতুন চমক এনেই চলেছেন। ধীরে ধীরে সূর্য-দীপার মধ্যেকার সম্পর্ক আসছে ফোকাসে।

এটা তো সকলেই জানেন যে, সোনাকে নিয়ে আমেরিকা যাওয়ার কথা থাকলেও সোনার অসুস্থতার কারণে সেই প্ল্যান বানচাল হয়ে যায়। উলটে সোনাকে দীপার কাছেই রেখে আসতে হয়েছে। যার ফলে নিজের মা-কে ফুলমা বলে ডাকছে রূপা। আর এতেই তার বেজায় মন খারাপ।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Anurager Chowa,New Episode

সেই কারণে কাউকে কিছু না বলে স্কুলে চলে যায় রুপা। লাঞ্চের টিফিনটুকুও নিয়ে যায়না। খিদের চোটে স্কুলের জাঙ্কফুড খায় সে। যার ফলে শুরু হয় পেটে ব্যাথা। ভাগ্যচক্রে সেইদিনই স্কুলে উপস্থিত হয় সূর্য‌। আর সেই দিনই ঘটনাচক্রে রূপার আসল পরিচয় তার সামনে চলে আসে।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Anurager Chowa,New Episode

এতকিছু দেখে রীতিমত অবাক হয়ে যায় সে। গোটা বিষয়টা তার বোধগম্য হয়না বটে, তবে আরো একবার দীপাকেই ভুল বোঝে সে। রূপাকে নিয়ে সোজা বাড়িতে আসে এবং মনে মনে ঠিক করে নেয় যে, দীপাকে এর শাস্তি সে দেবেই। ফলস্বরূপ রূপাকে নিজের কাছেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় সূর্য।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,অনুরাগের ছোঁয়া,নতুন এপিসোড,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Anurager Chowa,New Episode

তবে সব খারাপের একটা ভালো দিক তো থাকেই। দীপা রূপাকে নিতে এলে সূর্য জানায়, ফুল মা নয়, আসল মায়ের কাছে রুপাকে তুলে দিতে চায় সে। এদিকে আগামী পর্বে দেখানো হবে যে, রূপাকে আদর করে ঘুম পাড়াচ্ছে সূর্য। তখন রূপা জিজ্ঞেস করে পচা আন্টি নেই কেন? সূর্য জানায়, মিশকা তো এখানে থাকেনা। তখন রূপা জিজ্ঞেস করে মিশকা সোনার মা নয়? এখন আগে কী হয় সেটাই দেখার বিষয়।