Ramcharan

Moumita

যেখানেই যান রামচরণের সঙ্গে থাকে ইষ্ট দেবতার মন্দির! অস্কার জেতার আগেও ভক্তিভরে করেছেন পুজো

বহু প্রতিক্ষার পর ভারতে (India) এসেছে জোড়া অস্কার (Oscar)। সৌজন্যে এসএস রাজামৌলির ‘RRR’ এবং তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স।’ আর তারপর থেকেই আলোচনার শীর্ষে রয়েছে এই ছবি দুটি। যার মধ্যে আবার আল্লুরি সীতারাম রাজুর ওরফে রাম চরণ তেজার (Ram Charan Teja) বক্তব্য সেই আলোচনাকে আরো বাড়িয়ে দিয়েছে।

   

একথা তো প্রায় সকলেই জানেন যে, রাম চরণ তেজা নাকি যেখানেই যান সঙ্গে করে তাঁর ইষ্ট দেবতাকে এবং পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে যান। আর এবারও নাকি প্রতিবারের মত নিজের ইষ্ট দেবতাকে সঙ্গে করে নিয়ে এসেছেন তিনি। এইদিন অস্কারের জন্য লস অ্যাঞ্জেলেসেও নিয়ে গেছিলেন নিজের সিংহাসন।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও আপ্লোড করেছেন রাম চরণ। সেখানেই তিনি জানিয়েছেন, ‘আমি বা আমার স্ত্রী যেখানেই যাই না কেন সঙ্গে করে একটি ছোট সিংহাসন আর পুজোর সামগ্রী নিয়ে যাই। এটা আমাদের পজিটিভ এনার্জি দেয়, ভারতের সঙ্গে জুড়ে রাখে।’

Tollywood,Gossip,Entertainment,India,Oscar,Natu Natu Song,Ram Charan Teja,Praying,টলিউড,বিনোদন,গসিপ,ভারত,অস্কার,নাটু নাটু গান,রাম চরণ তেজা,পুজো আচ্চা

সাথে এই ভিডিয়োতে তিনি এবং তার স্ত্রী রাম, সীতা, লক্ষ্মণ, এবং হনুমানের পুজো করছিলেন। এই প্রথম নয়, এর আগেও পুজো আচ্চা, বিভিন্ন ধর্মীয় কাজে নেটিজেনদের থেকে প্রশংসা পেয়েছেন এই তারকা দম্পতি। এর আগে তার বার্ষিক আয়াপ্পা দীক্ষার কথা জানিয়েছিলেন রামচরণ।

জানা গেছে, এই সময়কালে তিনি টানা ৪০ দিন কালো পোশাক ছাড়া অন্য কোনো বস্ত্র পরিধান করেননা। খালি পায়ে হাঁটেন এবং নিরামিষাশী জীবনযাপন করেন। প্রসঙ্গত, অস্কার জয়ের পর এই বিষয়ে টুইট করেন রাম চরণের বাবা চিরঞ্জীবী।

তিনি লেখেন, ‘অস্কার ভারতের জন্য একটা স্বপ্ন ছিল, কিন্তু একটা মানুষের জন্য একটা দর্শন, সাহস ছিল। এসএস রাজামৌলি। কোটি কোটি মানুষের হৃদয় আজ গর্বে ভরে উঠেছে আরআরআর টিমের প্রতিটা সদস্যের জন্য।’ আপাতত এই গানের আইকনিক হুকাপ স্টেপে মজেছে গোটা দুনিয়া।