Anurager Chhowa

anita

Anurager Chhowa: বস্তাপচা কাহিনী আর নয়! TRP-র অভাবে শেষ হচ্ছে ‘বেঙ্গল টপার’ সিরিয়াল অনুরাগের ছোঁয়া

নিউজ শর্ট ডেস্ক: শুরু হলে শেষ তো থাকবেই। বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলিও তার ব্যাতিক্রম নয়। নতুন সিরিয়ালের ভীড়ে এতদিন রমরমিয়ে চললেও এবার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে চলেছে স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল। আর এই খবর পাওয়া মাত্রই মন খারাপ হয়ে গিয়েছে ভক্তদের।

   

প্রসঙ্গত একটা সময় ছিল যখন লাগাতার বেঙ্গল টপার হয়ে দর্শকদের মনে রাজ করত এই সুপারহিট বাংলা মেগা সিরিয়ালটি। যা তৈরি হয়েছে একটি সাউথের সিরিয়ালের অনুকরণে।

হ্যাঁ, ঠিকই ধরেছেন এখানে কথা হচ্ছে স্টার জলসার (Star Jalsha) সুপার হিট মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নিয়েই। সিরিয়ালটি যারা শুরু থেকে দেখছেন তারা জানেন শুরু থেকে এই ধারাবাহিকটি সাউথের ‘কার্তিকা দীপম’ ধারাবাহিকের অনুকরণেই তৈরী।

বাংলা সিরিয়াল,Bangla Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সিরিয়াল শেষ,Serial End,সম্প্রচার,Telecast,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

যদিও পরবর্তীতে এই সিরিয়ালের গল্পে নিজস্বতা আনেন নির্মাতারা। লেখক নিজের মতো করেই গল্প লেখায় তার সাথে এখন আর কোনো মিল নেই মূল ধারাবাহিকের। আর আশ্চর্য্যের বিষয় এই  ধারাবাহিকের গল্পে পরিবর্তন আসার পর থেকেই পড়তে শুরু করে এই ধারাবাহিকের টিআরপি।

আরও পড়ুন: দাদা-দিদি সবাই ফেল! টিআরপি তালিকায় ছক্কা হাঁকাল জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড

আর এখন এই ধারাবাহিকের গল্প যে দিকে মোড় নিয়েছে তা থেকে পুরনো ট্র্যাকে  ফিরে যাওয়াও সম্ভব নয়। যার ফলে এই মুহূর্তে এই সিরিয়ালের প্রতি আর কোন আগ্রহ নেই দর্শকদেরও। বিগত কয়েকমাস ধরে যার ছাপ স্পষ্ট টিআরপি তালিকাতেও। বহুদিন ধরে দর্শকরাও দাবি করছিলেন এই একঘেয়ে সিরিয়াল দেখানোর থেকে একেবারে বন্ধ করে দেওয়াই ভালো।

Anurager Chhowa

আর এবার সেই অঘটনটাই ঘটতে চলেছে। এমনিতেই এখন এই ধারাবাহিকের টিআরপি একেবারে তলানিতে। তাই যদি আর কোন নতুন ধারাবাহিকের আগমনে এই ধারাবাহিকের স্লট চেঞ্জ করা হয় তাহলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে চ্যানেল কর্তৃপক্ষ। ফলে টেলিভিশনের পর্দায় অনুরাগের ছোঁয়ার আয়ু খুবই কম বলেই ভাবা যেতে পারে। আর এর  ফলে বর্তমানে একপ্রকার অনিশ্চয়তার মধ্য দিয়েই যাচ্ছেন এই সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা।