সূর্য অতীত! এবার নতুন প্রেমিকের নাম বুকে খোদাই করলেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা

নিউজশর্ট ডেস্কঃ Anurager Chhowa Mishka Got Tattoo For Boyfriend: টলিউডের(Tollywood) সবথেকে সুন্দরী ভিলেন চরিত্র তিনি। বাংলা সিরিয়ালের(Bengali Serial) এই সুন্দরী খলনায়িকাকে এক ডাকে চেনেন সবাই। এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়েও কম কানাঘুষো হয়নি। তার প্রেমের জন্য তাকে বেশ ঝক্কি পোহাতে হয়েছে। এমনকি এই প্রেমের জন্য নিজের মায়ের সঙ্গে কথা নেই এই অভিনেত্রীর। এখানে কথা হচ্ছে স্টার জলসার(Star Jalsa) টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র(Anurager Chhowa) অভিনেত্রী অহনা দত্তকে(Ahona Dutta) নিয়ে।

তার প্রেমিককে একদম পছন্দ নয় মায়ের। এই জন্য এক বছর ধরে নিজের মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন মিশকা। অভিনেত্রী প্রেমিক এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তার নাম দীপঙ্কর রায়, পেশায় একজন রূপটান শিল্পী। ঠিক কি কারণে অহনার সঙ্গে কথা বন্ধ তার মায়ের? তার মা অভিযোগ করেছিলেন তার মেয়ে নাকি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে সে যাই হোক, কারোর কথার পরোয়া করেন না অভিনেত্রী, আর সেই প্রমাণ আবার মিলল।

নিজের বুকে খোদাই করে প্রেমিকের নাম লেখালেন অহনা। সেই ভিডিও পেস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে। তবে শুধু তিনি নন, তার প্রেমিক দীপঙ্কর অভিনেত্রীর নাম খোদাই করলেন। এই ভিডিও পোস্টটা মাত্রই অভিনেত্রীর ভক্তদের মধ্যে কেউ লিখেছেন, ‘আমাদের একটা গভীর প্রশ্ন আছে। তোমাদের যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে কি করবে?’ কেউ আবার ভালো উপদেশ দিয়ে লিখেছেন, ‘ট্যাটু দেখিয়ে লাভ নেই দিদিভাই, সারা জীবন একসঙ্গে থাকলেই হবে।’

মাঝেমধ্যে প্রেমিকের সঙ্গে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যান অহনা। সমস্ত কিছুই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। কিছুদিন আগে প্রেমিকের জন্মদিন উপলক্ষে পাহাড়ে একান্ত সময় কাটাতে গিয়েছিলেন এই জুটি। তবে ব্যক্তিগত জীবন যাই হোক না কেন, তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান সকলেই।

Papiya Paul

X