বি টাউনের দুই লেডি বস হল দীপিকা পাড়ুকোন এবং অনুষ্কা শর্মা। যেদিন থেকে তারা এই গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছে সেইদিন থেকেই বুঝিয়ে দিয়েছেন যে, তারা এখানে রাজ করতেই এসেছেন। লাগাতার হিট দিয়ে দিয়ে এখন তারা প্রথম সারির নায়িকা। এই দুই নায়িকার পারিশ্রমিকের (Salary) অঙ্কটাও বেশ নজরকাড়া।
তবে মজার বিষয় হল, এই দুই তারকাই ডেবিউ করেছিলেন বলিউডের (Bollywood) কিং খান শাহরুখের (Shahrukh Khan) বিপরীতে। একদিকে দীপিকাকে (Deepika Padukone) দেখা গেছিল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ সিনেমায়। অন্যদিকে অনুষ্কা (Anushka Sharma) বলিউডে পা রেখেছিলেন তার পরের বছর ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমার হাত ধরে। আর বলাই বাহুল্য যে, এই দুটি ছবিই ছিল সুপারহিট।
‘ওম শান্তি ওম’র গান তো আজও মানুষের কানে বাজে। ওদিকে তানি পার্টনারের সাথে রাহুলের কেমিস্ট্রি দেখলে আজও মানুষ নস্টালজিয়ায় হারিয়ে যায়। আর বক্স অফিস কালেকশনের কথা বললে, সেই সময় ‘ওম শান্তি ওম’র ঝুলিতে এসেছিল প্রায় ৭৯.৪২ কোটি টাকা। এদিকে অনুষ্কা শর্মার ‘রব নে বানা দি জোড়ি’ প্রায় ৮৬.৭৮ কোটি টাকা ব্যবসা করেছিল।
তারপর থেকেই এই দুই তারকাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। কিছু বলিউড ভিত্তিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, বলিউডের সেরা অভিনেত্রীদের তালিকা তৈরি করলে অনুষ্কা থাকবেন পঞ্চম স্থানে। যেখানে দীপিকার জায়গা দ্বিতীয় স্থানে। যদিও অনুষ্কা বেশ দীর্ঘদিন ধরেই রূপোলী পর্দা থেকে দূরে সরে রয়েছেন।
এদিকে দুই নায়িকার হায়েস্ট গ্রসিং মুভির কথা বললে নাম আসবে ‘পাঠান’ এবং ‘পিকে’। চলতি বছরের বহুল চর্চিত ছবি দীপিকা এবং শাহরুখ অভিনীত পাঠানের কালেকশন ছিল প্রায় ৫৪০.২০ কোটি টাকা (টোটাল কালেকশন ২৫৯৬.৬৯ কোটি)। যেখানে ‘পিকে’র কালেকশন ছিল প্রায় ৩৪০.৮০ কোটি টাকা (টোটাল কালেকশন ১৫৪৫.৯৪ কোটি)।