বিরাট কোহলি,অনুশকা শর্মা,প্রেম কাহিনী,অ্যাফেয়ার,বিনোদন,বলিউড,গসিপ,রণবীর সিং,সুরেশ রায়না,রণবীর কাপুর,অর্জুন কাপুর,জোহেব ইউসুফ,Virat Kohli,Anushka Sharma,entertainment,Bollywood,Gossip,Affairs,Ranveer Singh,Suresh Raina,Arjun Kapoor,Ranbir Kapoor,Zoheb Yusuf

বিরাট নন, ক্রিকেটারের আগেও এই ৫ পুরুষের সঙ্গে প্রেমে মজেছেন অনুষ্কা

বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার প্রেমকাহিনী এখন বহুল চর্চিত। সুখী দম্পত্তির প্রেম কাহিনী তো লোকের মুখে মুখে। প্রেম পর্ব থেকে বিয়ে সবেতেই সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন এই জুটি। বলিউডের শীর্ষস্থানীয়া অভিনেত্রী অনুশকা এবং ক্রিকেট দুনিয়ার রাজা বিরাটের কথা জানেনা এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর।

যেখানে বিরাট কোহলি ক্রিকেট বিশ্বে তার দক্ষতার জন্য পরিচিত, অন্যদিকে অনুশকা শর্মা বলিউডে তার অভিনয়, সৌন্দর্য এবং ফ্যাশন সেন্সের জন্য জনপ্রিয়। তবে যাকে নিয়ে অনুশকার ব্যক্তিগত জীবনের এতো চর্চা হচ্ছে সেই বিরাট নাকি অনুশকার জীবনের প্রথম প্রেম নন। বিরাট আসার আগেও অনুশকার জীবনে ছিলো আরও অন্য পুরুষ। আজ এই প্রতিবেদনে দেখে নেবো বিরাটের আগে আর কাকে কাকে ডেট করেছেন এই বলি সুন্দরী।

১) রণবীর সিং:- অনুশকা এবং রণবীরকে প্রথম জুটি বাঁধতে দেখা যায় ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে। দুষ্টু মিষ্টি এই জুটিকে প্রচুর ভালোবাসা দিয়েছিলো ভক্তরা। সেই সময়ই গুঞ্জন ওঠে যে একে অপরকে ডেট করছেন তারা। পরবর্তীকালে ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ এবং ‘দিল ধড়কনে দো’এর মতো ছবিতে স্ক্রীন শেয়ার করলেও সম্পর্ক বেশিদিন টেকেনি।

বিরাট কোহলি,অনুশকা শর্মা,প্রেম কাহিনী,অ্যাফেয়ার,বিনোদন,বলিউড,গসিপ,রণবীর সিং,সুরেশ রায়না,রণবীর কাপুর,অর্জুন কাপুর,জোহেব ইউসুফ,Virat Kohli,Anushka Sharma,entertainment,Bollywood,Gossip,Affairs,Ranveer Singh,Suresh Raina,Arjun Kapoor,Ranbir Kapoor,Zoheb Yusuf

২) সুরেশ রায়না: এরপর বিখ্যাত ক্রিকেটার সুরেশ রায়নার সঙ্গেও অনুশকা প্রেম কাহিনী সংবাদের শিরোনাম হয়ে ওঠে। এক সাংবাদিক সম্মেলনে সুরেশ নিজেই স্বীকার করেছিলেন যে তিনি আর অনুশকা একে অপরকে ডেট করছেন। তবে বলি সুন্দরীর এই সম্পর্কও খুব বেশিদিন স্থায়ী হয়নি। 

বিরাট কোহলি,অনুশকা শর্মা,প্রেম কাহিনী,অ্যাফেয়ার,বিনোদন,বলিউড,গসিপ,রণবীর সিং,সুরেশ রায়না,রণবীর কাপুর,অর্জুন কাপুর,জোহেব ইউসুফ,Virat Kohli,Anushka Sharma,entertainment,Bollywood,Gossip,Affairs,Ranveer Singh,Suresh Raina,Arjun Kapoor,Ranbir Kapoor,Zoheb Yusuf

৩) অর্জুন কাপুর:- এই তালিকায় নাম ওঠে অর্জুন কাপুরেরও‌। যদিও আজ পর্যন্ত কোনোদিন তাদের এক ছবিতে কাজ করতে দেখা যায়নি। তবে অনুশকার এই সম্পর্কও সময়ের সাথে শেষ হয়ে যায়।

বিরাট কোহলি,অনুশকা শর্মা,প্রেম কাহিনী,অ্যাফেয়ার,বিনোদন,বলিউড,গসিপ,রণবীর সিং,সুরেশ রায়না,রণবীর কাপুর,অর্জুন কাপুর,জোহেব ইউসুফ,Virat Kohli,Anushka Sharma,entertainment,Bollywood,Gossip,Affairs,Ranveer Singh,Suresh Raina,Arjun Kapoor,Ranbir Kapoor,Zoheb Yusuf

৪) রণবীর কাপুর:- বলিউডের চকলেট বয় রণবীর কাপুরের সাথেও নাম জড়ায় অনুশকার। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে কাজ করার পর তাদের প্রেমের গুঞ্জন বাড়লেও রণবীর ও অনুশকা এই বিষয়ে কোনো বক্তব্য রাখেননি।

বিরাট কোহলি,অনুশকা শর্মা,প্রেম কাহিনী,অ্যাফেয়ার,বিনোদন,বলিউড,গসিপ,রণবীর সিং,সুরেশ রায়না,রণবীর কাপুর,অর্জুন কাপুর,জোহেব ইউসুফ,Virat Kohli,Anushka Sharma,entertainment,Bollywood,Gossip,Affairs,Ranveer Singh,Suresh Raina,Arjun Kapoor,Ranbir Kapoor,Zoheb Yusuf

৫) জোহেব ইউসুফ:- জোহেব ইউসুফ এবং অনুশকা শর্মা তাদের মডেলিং’এর দিন থেকেই একসাথে ছিলেন। এবং মিডিয়া সূত্রে খবর একে অপরকে বেশ পছন্দও করতেন এবং ঘনিষ্ঠ সময়ও কাটাতেন দুজন। যদিও পরবর্তী সময়ে তাদের ব্রেক আপ হয়ে যায় এবং নিজেদের রাস্তা আলাদা করে নেন তারা। 

বিরাট কোহলি,অনুশকা শর্মা,প্রেম কাহিনী,অ্যাফেয়ার,বিনোদন,বলিউড,গসিপ,রণবীর সিং,সুরেশ রায়না,রণবীর কাপুর,অর্জুন কাপুর,জোহেব ইউসুফ,Virat Kohli,Anushka Sharma,entertainment,Bollywood,Gossip,Affairs,Ranveer Singh,Suresh Raina,Arjun Kapoor,Ranbir Kapoor,Zoheb Yusuf

Avatar

Moumita

X