Aparajita Adhya opens up after Jol Thoi Thoi Bhalobasa end announced

Partha

‘হাসি ছাড়া কিছুই আসছে না…’, স্লটলিডার হয়েও বন্ধ মেগা, চ্যানেলকে কটাক্ষ অপরাজিতার!

নিউজশর্ট ডেস্কঃ সিরিয়াল যেমনই হোক TRP কমলেই সর্বনাশ! বর্তমানের মেগা সিরিয়ালের (Bengli Serial) পরিস্থিতি দেখলেই বোঝা যাচ্ছে ষ্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) কমলেই হয় স্লট বদল নয়তো ফুলস্টপ! একবছর তো দূর ৬ মাস এমনকি মাত্র ২ মাসেও শেষ হতে দেখা যাচ্ছে ধারাবাহিক।

   

মাত্র ৯ মাস আগে শুরু হয়েছিল ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasa)। রাত ৯ টায় সম্প্রচারিত অপরাজিতা আঢ্যর এই ধারাবাহিক দিব্যি স্লট লিডার হয়ে চলেছিল। যেমন সুন্দর গল্প তেমনি সকলের দুর্দান্ত অভিনয় সব মিলিয়ে দর্শকদের মন জিতেছিল সিরিয়ালটি। TRPও ছিল ভালোই, কিন্তু তা সত্ত্বেও ‘শুভ বিবাহ’ আসতেই শেষের পথে জল থই থই ভালোবাসা। চ্যানেলের এমন সিদ্ধান্তে বিরক্ত খোদ অপরাজিতাও, সেটা অভিনেত্রীর মন্তব্যেই স্পষ্ট।

আসলে সিরিয়াল বন্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চা চলছে। এবার এমনই একটি পোস্টার কমেন্টে নিজের মনে কথা প্রকাশ করলেন অপরাজিতা। অভিনেত্রীর মতে, ‘ কি হাস্যকর এটা দেখে না লিখে পারলাম না। যেসমস্ত সিরিয়ালের TRP কম সেগুলো চলছে। আর আমরা টিআরপিতে এতটাই এগিয়ে আছি, স্লটলিডার, শেয়ার বেশি, তবু সেই সিরিয়ালকেই বন্ধ করে দেওয়া হল। এখানে হা হা হা হাসি ছাড়া আর কিছুই আসছে না।’

Aparajita Adhya Jol Thoi Thoi Bhalobasa

আরও পড়ুনঃ সিরিয়াল প্রেমীদের জন্য খারাপ খবর! আচমকাই বন্ধ হচ্ছে চারটি জনপ্রিয় মেগা

অভিনেত্রীর এই মন্তব্য আসার পর থেকেই পাল্টা একাধিক মত এসেছে নেটিজেনদের তরফ থেকেও। কারোর মতে, ‘জলসা বারবার এমনটাই করে। অভিনেতা-অভিনেত্রীদের কদর করতে জানে না। তাই স্লটলিডার সিরিয়াল বন্ধ করে দিচ্ছে’। অন্যদিকে আরেকজনের মতে, ‘লীনা গঙ্গোপাধ্যায় পরকীয়া ছাড়া কিছু লেখেন না। এই ধারাবাহিক পরকীয়া ছাড়া ছিল তাই লিখতে কষ্ট হচ্ছিল’।

এক দর্শক জানান, ‘জল থই থই ভালোবাসা শেষ হওয়ায় ভীষণ কষ্ট হচ্ছে। শেষপর্বে অপরাজিতার সংলাপ সত্যিই বিঁধেছে। মনে হচ্ছে কোজাগরী নয়, যেন অপরাজিতাই আউটব্রাস্ট করেছেন। এখন অপেক্ষা আগামী দিনে ‘শুভ বিবাহ’ কত মন জয় করতে পারে দর্শকদের, সেটাই দেখার।