নিউজ শর্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের (Tollywood) একজন দাপুটে একজন অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। ছোট পর্দার পাশাপাশি এখন বড় পর্দাতেও অবাধ যাতায়াত তাঁর। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘জল থৈ থৈ ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasha)। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম কোজাগরী বসু। সেই সুবাদেই ছোট পর্দার দর্শকদের কাছে তিনি এখন কোজাগরী বসু নামেই বেশি পরিচিত।
বেশ কিছুদিন ধরে এই ধারাবাহিকে তাঁকে দেখতে না পেয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তাই অনেকেই ভেবে নিয়েছিলেন হয়তো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ‘আয় তবে সহচরি’র কনীনিকা বন্দ্যোপাধ্যায় কিম্বা ‘মেয়ে বেলা’র রূপা গাঙ্গুলির মতো মাঝ পথে সিরিয়াল ছেড়েছেন অপরাজিতাও। কিন্তু তিনি নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কিছুদিন আগে সবাইকে আশ্বস্ত করেছিলেন।
অভিনেত্রী জানিয়ে ছিলেন তিনি অন্য একটি শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় কিছু দিন কোজাগরি থেকে ছুটি নিয়েছেন। তবে এখন আবার এই সিরিয়ালে কামব্যাক করেছেন তিনি। প্রসঙ্গত পর্দার এই কোজাগরী বসুর সাথে অনেক মিল রয়েছে খোদ অভিনেত্রী অপরাজিতার। তিনিও কোজাগরীর মতোই হেসে খেলে জীবনটাকে চুটিয়ে উপভোগ করতে চান। তাই বয়স বাড়লেও তিনি মন থেকে এখনও অষ্টাদশী।
তাই নেচে,গেয়ে অভিনয় করে, হইহুল্লোড় করে তিনি নিজের জীবনটাকে চুটিয়ে উপভোগ করে চলেছেন।এই মুহূর্তে এই বাংলা সিরিয়ালটি ছাড়াওঅভিনেত্রীকে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে জি বাংলার ‘ঘরে ঘরে জল জি বাংলা’ নামের রিয়ালিটি শোতে। সোশ্যাল মিডিয়াতেও দারুন সক্রিয় অভিনেত্রী।
আরও পড়ুন: আরও বাড়বে TRP! জ্যাসকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে কৌশিকী, ফাঁস জগদ্ধাত্রীর তুলকালাম পর্ব
সম্প্রতি তেমনি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে হাসিখুশি অপরাজিতার তুলনায় জীবন বোধে ভরপুর একজন মধ্যবয়স্ক অপরাজিতাকেই দেখা গেল বেশি। ছল ছল চোখে জানলার দিকে মুখ করে আনমনে অভিনেত্রী বলেছেন কিছু কঠিন কথা।
View this post on Instagram
যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘এখন আমি জীবনের এমন পর্যায় রয়েছে, যেখানে মানুষকে দূরে সরিয়ে রাখি শিক্ষা দিতে নয়, মানুষের থেকে দূরে সরে থাকি আমার শিক্ষা পাওয়া হয়ে গিয়েছে বলে।’ তবে এসব অভিনেত্রীর নিজের মনের কথা? নাকি শুধুমাত্র অভিনয়কে ফুটিয়ে তুলতেই ব্যক্ত করা হয়েছে তা সম্পর্কে কিন্তু নিশ্চিত ভাবে জানা যায়নি।