‘আমার হাই বাজেট লাগে’, ‘জল থই থই ভালোবাসা’র জন্য পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন অপরাজিতা

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের(Tollywood) জনপ্রিয় অভিনেত্রী তিনি। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা বা ওটিটি সবেতেই নজরকারা তিনি। তার অভিনয় গুণের প্রশংসা করেন আট থেকে আশি সকলেই। সম্প্রতি শুরু হতে চলেছে তার নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা'(Jol Thoi Thoi Valobasa)। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কথা হচ্ছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে(Aparajita Auddy) নিয়ে। এই মুহূর্তে তাকে নিয়ে বেশ আলোচনা চলছে।

এই আলোচনার মূল কারণ হলো তার পারিশ্রমিকের পরিমাণ। এই নতুন ধারাবাহিক জল থই থই ভালোবাসাতে তিনি যে পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন তা শুনলে অবাক করার মত। তবে সত্যিই কি এমনটা ঘটেছে? কিছুদিন আগেই অপরাজিতার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে তিনি বলেছিলেন যে তাকে নিতে গেলে বড় বাজেট লাগবে।

ছোটপর্দায় তিনি কবে কামব্যাক করছেন এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেছিলেন, “যেহেতু আমাকে নিয়ে সিরিয়াল করা আর্থিকভাবে একটা বড় জায়গা রাখে। আমাকে নিতে গেলে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হয়। কারণ অর্থের একটা বড় জায়গা আছে।” এই কথাগুলো থেকেই মনে করা হচ্ছে, লক্ষ্মী কাকিমার পারিশ্রমিক অনেক। আর এবার জি বাংলার পরিবর্তে স্টার জলসায় আসতে চলেছে তার নতুন সিরিয়াল। এই হাই বাজেট পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

তিনি এই সময়ের কাছে সাক্ষাৎকার নিতে গিয়ে বলেছেন, “আমাকে প্রশ্ন করা হয়েছিল ধারাবাহিকে কেন ফিরছ না? আমার জবাব ছিল আমাকে নিতে গেলে তো গল্প নিয়ে ভাবতে হবে। চরিত্র নিয়ে ভাবতে হবে। আবার আর্থিক বিষয়টাও আছে। তবে আমি তো বলিনি আমাকে নিতে গেলে অনেক টাকা লাগবে। ” এরপর তিনি নিজের উত্তরের আরো বেশি বিশ্লেষণ করে বলেছেন, “এই ধরো বুম্বা দাকে নিয়ে কোন কাজ করলাম,সে ক্ষেত্রেও তো প্রথমেই আমাকে গল্পটা নিয়ে ভাবতে হবে। তার সাথে আর্থিক বিষয়টাও আছে। এটাই তো স্বাভাবিক। সিনিয়র শিল্পীকে নিয়ে কাজ করতে গেলে গল্পের বিষয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আর্থিক দিকটাও দরকার। তাকে তো আমি যা খুশি তাই দিতে পারি না. তবে এই কথাগুলোকে যদি ভুলভাবে পরিবেশন করা হয় তার দায় তো আমার নয়।”

প্রসঙ্গত, গানের ওপারে, কনকাঞ্জলি, মা, জল নূপুর, পুণ্যি পুকুর, লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর মতো একাধিক মেগাতে তিনি কাজ করেছেন।  বড়পর্দাতেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। তবে যেহেতু ছোটপর্দা তাকে জনপ্রিয়তা দিয়েছে তাই সেটার প্রতি তার অগাত টান। আগামী ২৫ সেপ্টেম্বর রাত ন’টা থেকে স্টার জলসাতে শুরু হতে চলেছে তার নতুন ধারাবাহিক ‘জল থই থই  ভালোবাসা’।  ওই একই দিনে শুরু হতে চলেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘মিলি’। এবার কে কাকে টক্কর দিতে পারে সেটা সময় বলবে।

Papiya Paul

X