Apply for BSNL Tower Installation at home to Earn Handsome income see process

বাড়িতে লাগান BSNL টাওয়ার, বসে বসেই আয় হবে ২০ থেকে ২৫ হাজার টাকা, রইল পদ্ধতি

নিউজশর্ট ডেস্কঃ দিন দিন মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে তাতে অতিরিক্ত আয়ের (Extra Income) পথ খুঁজছেন সকলেই। আপনিও কি দ্বিতীয় উপার্জনের খোঁজে রয়েছেন? যদি আপনার বাড়ির ছাদে বেশ কিছুটা জায়গা থাকে তাহলেই হতে পারে মুশকিল আসন। মোটা টাকা আয় তো হবেই সাথে আরও ভালো হয়ে যাবে বাড়িতে যে কোনো নেওয়ার্কের কানেকশন।

গতমাসেই রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে Jio, Airtel ও Vi কোম্পানি। তবে একমাত্র BSNL কোনো রিচার্জের দাম বাড়াইনি, তাই অনেকেই নাম্বার পোর্ট করিয়ে নিচ্ছেন। আপনিও যদি পোর্ট করানোর কথাভাবে তাহলে সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হল ওই এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক কেমন? অনেকেই অভিযোগ করছেন যে তাদের এরিয়াতে BSNL এর নেটওয়ার্ক খুব একটা ভালো নয়! এখানেই রয়েছে টাকা আয়ের সুযোগ সাথে উন্নত হবে নেটওয়ার্ক।

যদি আপনার বাড়ির ছাদে জায়গা থাকে তাহলে সেখানে BSNL এর টাওয়ার বসাতে পারেন (BSNL Tower Installation)। এতে একদিকে যেমন নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকবে না, তেমনি মাস গেলে একটা মোটা আয় হবে। কিভাবে বাড়ির ছাদে টাওয়ার বসানো যায়? চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি সম্পর্কে।

rooftop mobile tower installation to earn rental income

কিভাবে বাড়ির ছাদে BSNL টাওয়ার বসানো যায়?

  • আপনার বাড়িতে টাওয়ার বসানোর সিদ্ধান্ত নিলে সবার প্রথমে আপনাকে যেকোনো ব্রাউজারে Indus Tower লিখে সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
  • এরপর সেখানে স্ক্রিনের ডানদিকে “Landowners” অপশনে ক্লিক করতে হবে।
  • এখানে যে সমস্ত তথ্য চাইবে সেটা দিয়ে আবেদন করতে হবে। তাহলেই আপনার বাড়িতে কোম্পানির তরফ থেকে লোক আসবে ইন্সপেকশনের জন্য।
  • ইন্সপেকশন হওয়ার পর সব কিছু ঠিক থাকলে আপনার সাথে চুক্তি করে টাওয়ার বসানো হবে, যার বদলে প্রতিমাসে মোটা আয় করা যেতে পারে।

আরও পড়ুনঃ বাড়ল পরিমাণ! এ মাসে কত কেজি ফ্রি চাল গম পাওয়া যাবে রেশনে? দেখুন তালিকা

টাওয়ার বসিয়ে টাকা উপার্জন

আপনি যদি বাড়ির ছাদে টাওয়ার বসানোর সিদ্ধান্ত নেন তাহলে প্রতিমাসে একটা ফিক্স ইনকাম হবে। তবে সেক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ত্বৰ ইনস্টল করলে আপনার সাথে একটা চুক্তি সই করা হবে। কতটাকা ভাড়া দেওয়া হবে, কত বছরের জন্য চুক্তি হবে সবটা দেখে তবেই সিদ্ধান্ত নেবেন।

তাছাড়া টাওয়ার বসানো হলে সেটার থেকে রেডিয়েশন বা বিকিরণ হয় যেটা খুব বেশি সময় ধরে হতে থাকলে ঘুমের সমস্যা, মানসিক চাপ বৃদ্ধি, মাথাব্যথা এমনকি ক্যান্সারের মত মারাত্বক রোজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সমস্ত দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X