Apply in Arcelor Mittal Nippon Steel Beti Padhao Scholarship to get upto rs 50000

Student Scholarship: পড়ার খরচ নিয়ে নো চিন্তা! অ্যাপ্লাই করলেই মিলবে ১২,০০০ টাকা স্কলারশিপ

নিউজশর্ট ডেস্কঃ প্রতিবছর স্কুল তথা কলেজ পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নানান স্কলারশিপ (Scholarship) দেওয়া হয়। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট (Private Scholarship) কোম্পানিগুলি। সম্প্রতি এমনই একটি স্কলারশিপের ঘোষণা করেছে Arcelor Mittal Nippon Steel কোম্পানি।

এই স্কলারশিপে আবেদন করলে ছাত্রছাত্রীরা ৫০,০০০ টাকা পর্যন্ত পেতে পারে। তবে কোন ক্লাস বা কোন কোর্স পড়ছে সেই অনুযায়ী স্কলারশিপের পরিমাণ পরিবর্তন হতে পারে। কোন কোর্সে কত টাকা পাওয়া যাবে ও কিভাবে আবেদন করতে হবে তার বিস্তারিত নিচে দেওয়া হল।

Arcelor Mittal Nippon Beti Padao Scholarship

নবম শ্রেণী থেকে শুরু করে গ্রাজুয়েশন বা টেকনিক্যাল ডিগ্রি এমনকি বিটেক পর্যন্ত পড়াশোনার জন্য এই স্কলারশিপ দেওয়া হবে। কোন কোর্সে কত টাকা দেওয়া হবে তা হল নিম্নরুপঃ

শ্রেণী বা কোর্সস্কলারশিপের পরিমাণ
নবম শ্রেণী১২০০০ টাকা
দশম শ্রেণী১২০০০ টাকা
একাদশ শ্রেণী১৫০০০ টাকা
দ্বাদশ শ্রেণী১৫০০০ টাকা
গ্রাজুয়েশন৪০০০০ টাকা
আইটিআই১০০০০ টাকা
ডিপ্লোমা কোর্স২০০০০ টাকা
মেডিকেল কোর্স৫০০০০ টাকা
B.E বা B.Tech৫০০০০ টাকা

 

AMNS Beti Padhao Scholarship
amns beti padhao scholarship

আরও পড়ুনঃ স্কুল খুললেও পড়াশোনার ছুটি! কিন্তু কেন? সামনে এল গরমের ছুটির বড় আপডেট

Arcelor Mittal Nippon Steel Scholarship এ আবেদনের জন্য যোগ্যতাঃ 

  • এই স্কলারশিপে শুধুমাত্র মেয়েদের বৃত্তি দেওয়া হবে। তাই আবেদনকারীকে অবশ্যই ছাত্রী হতে হবে।
  • আবেদনকারী ছাত্রীকে শেষ পরীক্ষায় নূন্যতম ৬০% নাম্বার পেয়ে থাকতে হবে। তবেই আবেদন করা যাবে।
  • যে পরিবারের বার্ষিক যায় ৫ লক্ষ টাকার নিচে তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

  1. শেষ পরীক্ষার রেজাল্ট (যেখেনে ৬০% নাম্বার পেয়েছে)
  2. আঁধার কার্ড বা ভোটার কার্ড
  3. ঠিকানার প্রমাণ হিসাবে রেশনকার্ড
  4. পরিবারের আয়ের শংসাপত্র
  5. যে কোর্স ভর্তি হয়েছে তার ভর্তির রশিদ
  6. আবেদনকারীর নামে ব্যাঙ্কের পাসবুক

কিভাবে আবেদন করতে হবে Arcelor Mittal Nippon Steel স্কলারশিপের জন্য?

  • প্রথমেই এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে “Browse Available Schemes” অপশন বেছে নিতে হবে। নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে।
  • এখানে স্কলারশিপের বাটনে ক্লিক করে যে কোর্স পড়ছে সেই কোর্স বেছে নিয়ে Apply বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর ফোন নাম্বার, ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলেই ইমেল মারফত ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে যাবে।
  • রেজিস্ট্রেশনের পর ইমেলে পাওয়া তথ্য দিয়ে লগইন করে এক এক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সবটা ফিলাপ করতে হবে। শেষে যে যে ডকুমেন্টস লাগবে সেগুলোকে আপলোড করে দিতে হবে।
  • ডকুমেন্ট আপলোড হয়ে গেলে ফাইনাল একবার সবটা চেক করে নিয়ে সাবমিট করলেই আবেদন করা সম্পন্ন হয়ে যাবে।

আবেদনের শেষ তারিখ

২০২৪-২৫ সালের জন্য আবেদন পরক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১শে অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে। তাই যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাও তারা জলদি আবেদন করে ফেলতে পারো।

আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট : বিদ্যাসারথি পোর্টাল

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X