Arijit

“অতি সাধারণ এশিয়ান প্লেয়ার”, কোহলিকে নোংরা ভাষায় কটাক্ষ করলেন প্রাক্তন পাক ক্রিকেটার

ভারত বনাম ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে নিজের ফর্মের ধারেকাছেও নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি। চলতি টেস্টে পাঁচ ইনিংসে মাত্র 124 রান এসেছে কোহলির ব্যাটে। যদিও তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে লিডসে অর্ধশত রান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে এখনও পর্যন্ত নিজের চেনা ছন্দের ধারেকাছেও পাওয়া যাচ্ছে না কোহলিকে। অপরদিকে তিন বছরেরও বেশি সময় হয়ে গেল কোহলির ব্যাটে নেই কোন সেঞ্চুরি। স্বাভাবিকভাবেই কোহলির পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

   

চলতি টেস্ট সিরিজে তিন ম্যাচে পাঁচটি ইনিংসে মাত্র 124 রান করেছেন বিরাট কোহলি, গড় 24.80। কেন কোহলি বড় রান করতে পারছেন না? কোথায় তার সমস্যা হচ্ছে? ইতিমধ্যেই এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে ফেলেছেন বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ। এবার কোহলির রান না পাওয়া নিয়ে সমালোচনা করলেন প্রাক্তন পাক জোরে বোলার আকিব জাভেদ।

কোহলির ব্যাটিং টেকনিক নিয়ে সমালোচনা করে আকিব জাভেদ নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ” কোহলি হল একজন অতি সাধারন এশিয়ান প্লেয়ার। এশিয়ার খেলোয়াড়রা যেমন ইংল্যান্ডে রান করতে পারে না সেই একই সমস্যার সম্মুখীন কোহলিও। কোহলি অস্ট্রেলিয়ায় রান করতে পারবে কিন্তু ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা অর্থাৎ যে সমস্ত জায়গায় বল একটু বেশি সুইং করে সেখানে ওর খেলতে সমস্যা হয়। বারবার আউট সুইং খেলতে গিয়েই ও আউট হচ্ছে।”