‘স্লামডগ মিলিওনিয়ার’ (Slamdog Millioner) ছবির হাত ধরে অস্কার (Oscar) উঠে এসেছিল সঙ্গীত পরিচালক এ আর রহমানের (A R Rahman) হাতে। সেই ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় ১৩ টা বছর। যদিও সেইসব স্মৃতি আজও টাটকা। অস্কার নিয়ে ফেরার সময় যে সমস্যায় তাকে পড়তে হয়েছিল, সম্প্রতি সেসব গল্প উঠে এসেছে মিডিয়ার পাতায়।
প্রসঙ্গত উল্লেখ্য, ড্যানি বয়েল পরিচালিত এই ছবি ৮২তম অস্কার অনুষ্ঠানে প্রায় ঝড় তুলেছিল। ১০ টি বিভাগের নমিনেশন যার মধ্যে ৮ টি তেই বিজয়ী ঘোষণা করা হয় এই ছবিকে। ‘স্লামডগ মিলিওনিয়ার’র জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরষ্কার ওঠে এ আর রহমানের হাতে।
এর পাশাপাশি নিজের গাওয়া ‘জয় হো’ গানটিও অস্কারের মঞ্চে পরিবেশন করেন তিনি। কিন্তু জানেন কি যে, অস্কার জিতে ফেরার সময় তাকে বিমানবন্দরে আটকায় নিরাপত্তারক্ষীরা। তবে এরপর এ আর রহমানের সঙ্গে যা ঘটে সেটা শুনলে সত্যিই বিস্মিত হবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সেই বছর মোট দুটি অস্কার আসে সঙ্গীত পরিচালকের হাতে। জামাকাপড়ের ব্যাগেই ভরে নিয়েছিলেন শিল্পীদের কাঙ্খিত পুরষ্কার। তবে বিমানবন্দরে পৌঁছানো মাত্র আটকা পড়েন নিরাপত্তারক্ষীরদের কাছে। প্রায় ১০০ জনের লাইনে দাঁড়িয়ে তিনি। তবে ব্যাগভর্তি অস্কার দেখেই বদলে গেল ভোল।
জানা যায়, সেই সময় ব্যাগ চেকিংয়ের সময় দু’দুটো অস্কার দেখে এ আরকে প্রশংসায় ভরিয়ে দেন তারা। জনে জনে জানিয়ে যান শুভেচ্ছা, অভিনন্দন। চলতি বছর ৯৫ তম অস্কার অনুষ্ঠানের আগে সেই পুরোনো স্মৃতি আরো একবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর ১২ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার। এইদিন উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডনদের মেলা বসবে সেখানে। আর সেখানেই অস্কার প্রদানকারীর তালিকায় একমাত্র ভারতীয় তারকা হিসেবে প্রতিনিধিত্ব করবেন দীপিকা পাড়ুকোন।