Papiya Paul

সৌম্যকে নিয়ে যুদ্ধ শুরু সংগীতের মহাযুদ্ধে, ক্ষুব্দ অভিজিৎ ভট্টাচার্য

সংগীতের মহাযুদ্ধ, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শনিবার রাতের এপিসোডে সৌম্য চক্রবর্তীর পারফরম্যান্সের পর শুরু হয়ে যায় ঝামেলা। এ আর রহমানকে ট্রিবিউট দিয়ে গান গেয়েছিলেন সৌম্য। সাথিয়া সিনেমার “চুপসে সে” গানটি গেয়ে মিউজিক ডিরেক্টরকে সম্মান দিলেন সৌম্য। কিন্তু এই পারফরম্যান্সের পরেই ঘটে গেল যত বিপত্তি। কিন্তু কেন? কি এমন হলো সেই দিন।

   

বিষয়টি স্পষ্ট হলো শনিবার রাতে। শনিবার রাতের এপিসোড সবথেকে শেষে পারফর্ম করেছিলেন সৌম্য। যত সমস্যা তৈরি হয় সেই গানটি কে ঘিরে। অভিজিৎ ভট্টাচার্য হঠাৎ বলে ওঠেন, “গানটি খুব ভালো গাওয়া হলেও উচ্চারণে সমস্যা রয়েছে”। এই আপত্তির মাঝেই আচমকা স্টেজে উঠে আসেন প্রতিযোগীদের মেন্টর দিব্যেন্দু।

দিব্যেন্দু বলেন, “অভিজিৎদা তুমি যে কথাটা বলেছে সেটা গানের কম্পোজিশনে নেই”। কিন্তু অভিজিৎ ভট্টাচার্য্য নিজের কথায় অনড় হয়ে বলেন, সৌম্য মজা করে গান গাইলেও তার উচ্চারণে সমস্যা রয়েছে। এমত অবস্থায় ওস্তাদ রশিদ খান বলেন, “এত ঝামেলার দরকার নেই। অভিজিৎ দা কে আমরা সকলে খুব সম্মান করি। সৌম্য মজা নিয়ে গিয়েছে কিন্তু ও ভুল গিয়েছে এটা নয়”।

কথা শুনেই মেজাজ হারানো অভিজিৎ ভট্টাচার্য। তিনি বলেন, “আই অ্যাম দ্যা বেস্ট। ৪ জন বিচারক ছাড়া আমার কথার মধ্যে কেউ কথা বলুক আমি চাইনা”। কিন্তু এত কিছুর পরেও বিচারক এমনকি অভিজিৎ ভট্টাচার্য্য নিজেও সৌম্যকে দেন ১০ এর মধ্যে ৯ নম্বর।

ডেঞ্জার জোনেই চলে যাবার পর সৌম্য জানায়, আমি এই প্রতিযোগীতা থেকে বেরিয়ে যেতে চাই। কিন্তু সেই অনুমতি দেননি মেন্টর দিব্যেন্দু। মীর সৌম্য কে বলে,” আগামীকাল যেহেতু তোমার কোন পারফরম্যান্স নেই। তোমার কাছে এখন বেশ কয়েকদিন সময় রয়েছে। মাথা ঠান্ডা করে চিন্তা করো”।

এই প্রসঙ্গে অনুষ্ঠানের পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, “একটি ভিডিও পোস্ট দেখে এত চর্চা শুরু হয়ে গেল? পুরো অংশটি দেখার পর বিতর্ক হলে ভালো হতো”।