আজকের দিনে দাঁড়িয়ে বলিউডে (Bollywood) অরিজিৎ-র কম্পিটিশন অরিজিৎ (Arijit Singh) নিজেই, একথা বললে খুব একটা অত্যুক্তি হবেনা। একটার পর একটা কাল্ট ক্লাসিক গান উপহার দিয়ে যাচ্ছেন সঙ্গীতপ্রেমীদের। শুধু ভারতেই নয়, বিদেশেও অগণিত শ্রোতা রয়েছে তাঁর। আর এবার তিনি হাসপাতাল (Hospital) তৈরির মতো একটি মহৎ কাজ করছেন।
অরিজিৎ এমন একজন মানুষ যিনি যার জগৎজোড়া খ্যাতি থাকলেও তার মধ্যে কোনো তারকাসুলভ আচরণ নেই। তিনি একেবারেই সাধারণ মানুষের মত থাকতে ভালোবাসেন। না কোনো জেট, না কোনো প্লেন, এতবড় তারকা হয়েও সাধারণ মানুষের মত ট্রেনে যাতায়াত করেন অরিজিৎ।
আসলে গানপাগল এই মানুষটা সবসময় ভক্তদের ধরাছোঁয়ার মধ্যেই থাকতে চেয়েছেন। আর অরিজিতের এই ‘মাটির মানুষ’ সুলভ ব্যবহার বারবার মুগ্ধ করেছে সকলকে। সেই কারণেই তো আট থেকে আশি সকলেই পাগল অরিজিৎ-র জন্য। আর এবার খবর মিললো তিনি নিজেই এক হাসপাতাল তৈরি করতে চলেছেন।
আর এই হাসপাতাল শহর কলকাতা কিংবা নিজের এলাকা জিয়াগঞ্জ নয়, বরং জঙ্গিপুরে (Jangipur) হাসপাতালে বানাবেন অরিজিৎ। এর আগেও অনেকবার এই কথা বলেছেন তিনি। গায়ক জানিয়েছেন, জঙ্গিপুরে সম্পূর্ণ নিজের খরচে একটি হাসপাতাল বানাতে চান।
আসলে সাধারণ মানুষের চিকিৎসা পেতে যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্যই তার এই সিদ্ধান্ত। এবার বাস্তবিকই এই হাসপাতাল তৈরি নিয়ে সামনে এসেছে বড় আপডেট। গত বৃহস্পতিবার মুর্শিদাবাদ এবং মালদা জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আর সেখানেই। মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামের ছেলে অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চান। একটা হাসপাতাল তৈরি করতে চায় ও’। এই বিষয়ে প্রশাসন যেন যাবতীয় সহায়তা করে সেই নির্দেশও দেন তিনি। যদিও এটাই প্রথম নয়, এর আগেও বহুবার জনহিতকর কাজ করে মানুষের মন জিতে নিয়েছেন অরিজিৎ।