সত্যিই মাটির মানুষ! মঞ্চে পারফরম্যান্স করছে ছেলে, অরিজিৎ যা যা করছে দেখলে গর্বিত হবেন আপনিও

নিউজশর্ট ডেস্কঃ অরিজিৎ সিং(Arijit Singh), এই নামটা শোনেননি এমন খুব কম মানুষই আছেন। আট থেকে আশি সকলই ভক্ত তার গানের। বর্তমান সময়ে তিনি ভারতীয় সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তার গলার সুরে প্রতিটি গান পায় এক নতুন মাত্রা। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই যুবক ভারতের বিভিন্ন জায়গায় কনসার্ট থেকে শুরু করে বলিউড(Bollywood) টলিউডের(Tollywood) বড় বড় সিনেমায় গান গাইলেও জীবন কাটান সাধারণভাবে। তার সরল জীবনযাপন সত্যিই এক দৃষ্টান্ত। যেই কারণেই বারংবার তিনি থাকেন সংবাদ শিরোনামে।

দেশের অন্যতম সফল প্লেব্যাক সিঙ্গার হলেও তিনি অধিকাংশ সময়ই কাটান নিজের গ্রাম মুর্শিদাবাদেই। আর সেখানে বাকি পাঁচটা সাধারন মানুষের মতোই জীবন-যাপন করেন তিনি। কখনো স্ত্রীকে স্কুটির পেছনে নিয়ে ভ্রমণ। আবার কখনও ছেলের অপেক্ষায় স্কুলের সামনে দাঁড়িয়েও থাকতে দেখা যায় তাকে। আর এইবারে আরও এক নতুন ভূমিকায় দেখা গেল অরিজিৎকে। যা দেখলে আপনার সম্মান তার প্রতি আরো দশ গুণ বৃদ্ধি পাবে।

আসলে নিজের ছেলের এক অনুষ্ঠানেই অন্য ভূমিকায় অরিজিৎ। আর সেই ভিডিওই এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিশেষ সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে আবৃত্তি করতে এসেছিলে অরিজিতের ছেলে। আর সেখানেই অভিভাবকের ভূমিকায় উপস্থিত অরিজিৎ এবং তার স্ত্রী। ছেলে ওই মঞ্চে আবৃত্তি করার সময় বাবা অরিজিৎ রীতিমতো মাইকম্যানের ভূমিকায়। কখনও নিজেই চেক করছেন মাইকের তার আবার কখনও কথা বলছেন ইলেকট্রিশিয়ানদের সাথে। এত উচু মাপের মানুষ হয়েও তার এই ব্যবহার সত্যি অবিশ্বাস্য।

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh (@we_are_arijitians)

এছাড়াও ওই ভিডিওতে আরও দেখা যায়, ছেলে এবং তার বন্ধুবান্ধবদের আবৃত্তি শুনে হেসে লুটোপুটি অবস্থা অরিজিৎ ও তার স্ত্রীর। ওই একই ভিডিওর সঙ্গে থাকা অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন সাধারণ অভিভাবকের মতোই মঞ্চে তিনি উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছেন।

যিনি কোটি টাকার সেট আপে কনসার্ট করেন সেই অরিজিৎই বক্তব্য রাখার সময় সকলের উদ্দেশ্যে বলছেন, যে সকল ছোটখাট ভুল যেমন মাইক ইত্যাদি, সেগুলি নোট ডাউন করে রাখতে হবে যাতে পরবর্তীতে এই ধরনের সমস্যা না হয় তা তারা দেখে নেবেন। যেন তিনি পাড়ার অনুষ্ঠানের উদ্যোক্তা। অরিজিতের এমন আচার-আচরণে সোশ্যাল মিডিয়ার নেটিজেন থেকে শুরু করে তার অনুরাগীদের মুখ থেকে শুধু বেরিয়েছে একটি কথা, ‘ অরিজিৎ তুমি সত্যি অনন্য’।

Papiya Paul

X