এই মুহূর্তে দেশের অন্যতম সেরা গায়ক হলেন ‘অরিজিৎ সিং’ (Arijit Singh)। তার গানে, সারল্যে মুগ্ধ সারা দেশ। ভারত (India) তো বটেই, সারাবিশ্বের মানুষের হৃদয় জিতে নিয়েছেন তিনি। এতবড় গায়ক হওয়া সত্ত্বেও অহঙ্কারের লেশমাত্র নেই তার শরীরে। বিতর্ক থেকে শতক্রোষ দূরে থাকা একটা মাটির মানুষ এই গীতিকার।
আসলে মন খারাপ কিংবা ভাল যে কোনও আবেগ নিমেষে পরিবর্তন করার ক্ষমতা শুধু সঙ্গীতের আছে। মানুষ তাদের নিত্যনৈমিত্তিক কাজের মধ্যে গান শুনতে বেশ পছন্দ করেন। ভারতে অনেক সঙ্গীত শিল্পীই আছেন যারা নিজেদের সুমধুর কন্ঠ দিয়ে মন জয় করে নিয়েছেন শ্রোতাদের। এরকমই একজন গীতিকার হলেন অরিজিৎ ।
অরিজিৎ সিং এমন একজন গায়ক যার গানের গলায় মুগ্ধ আট থেকে আশি সকলেই। মন খারাপের একাকীত্ব থেকে ব্রেকআপ বা পার্টি সবকিছুর জন্যই অরিজিৎ-র গান একেবারে পিকচার পারফেক্ট। এত বড় তারকা হয়েও এখনও তিনি জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার ভোটার। সময় পেলেই বার বার মাতৃভূমিতে ফিরে আসেন তিনি।
তাছাড়া বাকি দুনিয়া যেখানে মিডিয়া অ্যাটেনশন পেতে ব্যস্ত অরিজিৎ সেখানে ব্যক্তিগত জীবনকে দূরে রাখতেই বেশি পছন্দ করেন। মিডিয়া তাকে লাইমলাইট এনে দিলেও তিনি একদম সাদামাটা জীবন যাপন করে। খুবই সাদামাটা ভাবেই ঘুরে বেড়ান পাড়ার অলিতে গলিতে। সেদিন এভাবেই তাকে দেখা গেল রাস্তায়। ভক্তদের সাথে কুশল বিনিময় করতেও ভুললেননা তিনি।
আসলে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে খুবই সাদামাটা পোশাকে হাতে প্লাস্টিকের একটা প্যাকেট নিয়ে হেঁটে আসছেন তিনি। সামনে আসতেই হাসি মুখে জিজ্ঞেস করেন সবাই ভালো আছেন কি না! চারপাশের মানুষজনের থেকে কেউ একজন জিজ্ঞেস করল, ‘আজ বৌদি (অরিজিৎ-র বৌ) কেন এল না?’
জবাবে তিনি যা বললেন তা সত্যিই মন জিতে নেওয়ার মত। গায়ক বলেন, ‘ও এখন রক্ত দিতে গেছে। তাই এলনা।’ রক্ত দেওয়া যে কতটা মানবিক কাজ তা আর বলার অপেক্ষা রাখে না। অরিজিৎ-র এই সহজ সরল সাদামাটা ব্যবহার আরো একবার মন জিতে নিয়েছে নেটিজেনদের। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।