অরিজিৎ সিং, সঙ্গীত জগতের এক স্বনামধন্য শিল্পী তিনি। তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। যদিও নিজেকে ‘তারকা’ খেতাব দিতে একেবারেই পছন্দ করেন না গায়ক, নিজেকে একজন ‘গান পাগল শিল্পী’ মানুষ বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন অরিজিৎ সিং। সারাবিশ্বে কয়েক কোটি অনুরাগী থাকলেও তিনি নিজের গ্রামের বাড়ি মুর্শিদাবাদ শহরকে কখনোই ভোলেননি। খুবই শান্ত স্বভাবের এই গায়ক লোকসমাজে অত নিজেকে প্রকাশ করতে পারেন না।
তিনি অন্যদের মতো সোশ্যাল মিডিয়ায় কিংবা প্রমোশনে খুব কমই যান। বাঙালি তথা সমগ্র ভারতবর্ষের আবেগের মানে হল অরিজিৎ সিং। প্রেমিক, প্রেমিকার রোমান্টিক গান থেকে দুঃখ, খুশি সবকিছুতেই তার গলা জানো মানিয়ে যায়। নিজের হাজার কাজের ব্যস্ততার মধ্যেও তিনি গ্রামের বাড়ি আসতে ভোলেন না। কাজ বাদে যেকোনো একটু সময় পেলেই নিজের গ্রামের বাড়িতে চলে আসেন তিনি।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে বোঝার উপায় নেই, যে ব্যক্তিকে এখানে দেখা যাচ্ছে, তিনি হলেন অরিজিৎ সিং। কোনো দেহরক্ষী ছাড়াই স্কুটি চড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গ্রামের রাস্তায় সাদা জ্যাকেট আর অতিসাধারণ একটি ট্রাউজার পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। গায়ককে সামনে দেখে অনুগামীরা আপ্লুত হয়েছেন। সকলেই তড়িঘড়ি ছবি তুলতে শুরু করে দেয়। আর এতে সামান্য অপ্রস্তুতধমক হয়ে ধমক দিতে শুরু করেন ভক্তদের।
তিনি স্কুটি ঘুরিয়ে নিয়ে বলেন, “ছবি টবি তুলিস না৷ আমার সাথে ওদিকে চল, এখানে এমন করিস না”, আর এই মিষ্টি সুরের বকুনি শুনেছেন ভক্তরা। উল্লেখ্য, ২০০৫ সালে ফেম গুরুকুল নামের একটি রিয়েলিটি শো দিয়েই বলিউডে অভিষেক হয় তার। ২০১৩ সালে আশিকী-২ ছবিতে ‘তুম হি হো’ গেয়েই রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অরিজিৎ। আর তারপর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।