গত শনিবার, গোটা নিউটাউন কার্যত থমকে গিয়েছিল অরিজিৎ সিং-এর কনসার্টকে (Consart) ঘিরে। নানা বিতর্কের পর অবশেষে তিলোত্তমা নগরীর বুকে অনুষ্ঠিত হল অরিজিৎ-র কনসার্ট। অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে প্রায় ১০ হাজার দর্শকের সামনে গান গাইলেন অরিজিৎ সিং (Arijit Singh)।
এমনিতে তিনি স্রোতের বিপরীতে হাঁটতেই বেশি পছন্দ করেন। ‘গেরুয়া বিতর্ক’-এর জবাব থেকে রূপম ইসলামকে ‘আমার রকস্টার’ বলে ওঠা, অরিজিতের বিনয়ী স্বভাব ফের প্রশংসিত সর্বত্র। এই দিনের কনসার্টেরও অংশ ছিল এই গানটি।
তবে গিটার হাতে ‘বোঝে না সে বোঝে না’ গাইবার সময় আলাদাই নস্টালজিয়া ছড়ালেন তিনি। পাশাপাশি মাইক হাতে পরিচালক বন্ধু রাজের উদ্দেশ্যেও দিলেন বিশেষ বার্তা। গায়কের কথায়, ‘অনেকদিন আগের কথা মনে পড়ে যাচ্ছে….রাজ চক্রবর্তী, রাজদা এখানে বসে আছে। এই লোকটা প্রথম ভেবেছিল যে আমি কোনও ভিডিয়োতে মুখ দেখাতে পারি।’
অরিজিৎ-র আরো সংযোজন, ‘আমি নিজে জন্মে কোনওদিন ভাবিনি, আমি করিও না ভিডিয়ো। তবে ওই ভদ্রলোকের মনে হয়েছিল ভিডিয়োতে আমার থাকা উচিত। ওটা আমার একদম প্রথম গান, তাই না রাজদা? (ঘাড় নেড়ে সম্মতি রাজের) এর জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ রাজদা’।
প্রসঙ্গত উল্লেখ্য, আজ থেকে ১১ বছর আগে ২০১২ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর ছবি ‘বোঝে না সে বোঝে না’। তখনও ‘মেরি আশিকি তুম হি হো’র জনপ্রিয়তা পাননি তিনি। অর্থাৎ গোটা দেশে হিট হওয়ার আগেই রাজ খুঁজে নিয়েছিল আসল রত্নকে। সেইদিনের সেই কথা মনে করেই রাজকে কৃতজ্ঞতা জানালেন অরিজিৎ।