Filmfare

Moumita

ফিল্মফেয়ারের মঞ্চে বাঙালীর জয়জয়কার, সেরা ‘কেশরিয়া’ গায়ক অরিজিৎ, আরো দুই বাঙালীও জিতেছেন পুরস্কার

আজকের দিনে দাঁড়িয়ে বলিউডে (Bollywood) অরিজিৎ-র (Arijit Singh) কম্পিটিশন অরিজিৎ নিজেই, একথা বললে খুব একটা অত্যুক্তি হবেনা। যেভাবে একটার পর একটা কাল্ট ক্লাসিক গান উপহার দিয়ে যাচ্ছেন সঙ্গীতপ্রেমীদের। আর এবার জিতে নিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও (Filmfare Award)। এই নিয়ে সপ্তমবার এই পুরস্কার উঠল জিয়াগঞ্জের এই ছেলেটার হাতে।

   

প্রসঙ্গত উল্লেখ্য, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ‘কেশরিয়া’ ‘দেবা দেবা’ এবং ‘ভেড়িয়া’ ছবির ‘আপনা বনালে পিয়া’ গানের জন্য মনোনীত ছিলেন অরিজিৎ। যার মধ্যে গত বছর ব্যাপক সাড়া জাগিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’ ছবির গান কেশরিয়া। গোটা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে ছিল এই গান। প্রীতমের সুরে সাজানো এই গানের গীতিকার হলেন অমিতাভ ভট্টাচার্য।

ইউটিউবে অফিশিয়াল ভিডিওটি খুললে দেখতে পাবেন, কেবল সেখানেই এই গানের ভিউ প্রায় ৪৫ কোটি। আর এবার এই গানের জন্যই ফিল্মফেয়ার পুরস্কার উঠল অরিজিৎ-র হাতে। জানিয়ে রাখি, এইবছর অরিজিৎ-র সাথে প্রতিযোগিতায় ছিলেন সোনু নিগম (মেয় কিঁ করা, লাল সিং চড্ডা) এবং অজয় যোধপুরকর (মাংগে মঞ্জুরিয়া)।

অরিজিৎ ভক্তদের জানিয়ে রাখি, ২০১৪ সালে ‘তুম হি হো’ গানের জন্য প্রথমবার ব্ল্যাক লেডি উঠেছিল অরিজিৎ-র হাতে। এরপর একটানা ৫ বার এই ট্রেন্ড বজায় ছিল। ২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র পর ২০১৭ সালের ‘সুরজ ডুবা হ্যায়’। পরের বছর পুরস্কার আসে ‘রোকে না রুকে ন্যায়না’র জন্য। ২০১৯ সালে ‘ইয়ে বতন’ এবং ২০২০ সালে ‘কলঙ্ক’ গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন অরিজিৎ।

Arijit Singh

এখনও পর্যন্ত একমাত্র কুমার শানুর ঝুলিতেই রয়েছে এই রেকর্ড। এদিকে প্লেব্যাক গায়ক হিসেবে সর্বোচ্চ পুরস্কার রয়েছে কিশোর কুমারের ঝুলিতে। মোট ৮ টি ব্ল্যাক লেডির মূর্তি গেছিল তার ঘরে। এই রেকর্ড থেকে একটুই পিছিয়ে রয়েছেন অরিজিৎ। ভক্তদের আশা, আগামী বছরের মধ্যেই এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বেন অরিজিৎ।

ফিল্মফেয়ারের মঞ্চে মিউজিকের অন্যান্য বিভাগে কারা পুরস্কার জিতলেন দেখে নিন এক নজরে :

সেরা গায়িকা- কবিতা শেঠ (রঙ্গ সারি, যুগ যুগ জিও)

সেরা মিউজিক অ্যালবাম- প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ১- শিবা)

সেরা গীতিকার- অমিতাভ ভট্টাচার্য (তেরে হাওয়ালে, লাল সিং চড্ডা)

উঠতি মিউজিক প্রতিভা (আরডি বর্মন অ্য়াওয়ার্ড)- জাহ্নবী শ্রীমঙ্কর (ঢোলিড়া, গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- সঞ্চিত বালহারা এবং অঙ্কিত বালহারা (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)