সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই সতীনের কাহিনী, চেনেন এই তিনজনকে?

আপনারা যারা ইনস্টাগ্রাম নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই চিনবেন আরমান মালিককে। বিত্তশীল এই ব্যক্তির পরিবারের সমীকরণ কিছুটা অন্যরকম। আর ঠিক সেই কারণে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা প্রায় কয়েক লক্ষ। তা সম্পর্কের সমীকরণ কিরকম অন্যরকম? আসলে আরমানের দুই স্ত্রী। পায়েল মালিক এবং কৃতিকা মালিক। সংসারে কিন্তু দুই সতীনের মধ্যে কোনো মনোমালিন্য নেই। দুই বোনের মতো থাকেন তাঁরা। পায়েলের এক ছেলে, যার নাম চিন্টু। সেও থাকে ভিডিওর অংশ হিসাবে।

তাদের চ্যানেলের নাম “ফ্যামিলি ফিটনেস”। ইনস্টাগ্রামে কৃতিকা মালিকের ফলোয়ার প্রায় ৩৭ লক্ষ। পায়েলকে ফলো করেন প্রায় ১৯ লক্ষ নেটিজেন। জীবনের প্রত্যেকটি ছোটখাটো মুহূর্ত তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভিডিওর আকারে তুলে ধরেন। তবে ভিডিও দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন কিভাবে এমন হাসিখুশি থাকা সম্ভব? নেটিজেনদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ভিডিও তৈরি করেছিলেন আরমান মালিক, যার সাহায্যে সকলে জানতে পেরেছিল কিভাবে একসাথে রয়েছেন তাঁরা।

আরমান এবং পায়েলের বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে। চিন্টু জন্ম নেবার পর এক পার্টিতে পায়েলের সঙ্গে দেখা হয়েছিল কৃতিকার। দুজনে বেস্ট ফ্রেন্ড ছিলেন। এই ভাবেই চলছিল। একদিন আরমানের সঙ্গে দেখা হয়ে যায় কৃতিকার। তারপর লুকিয়ে দেখা করতে থাকেন তাঁরা। একদিন বিবাহের সিদ্ধান্ত নিয়ে নেন এবং বিবাহ করে সোজা চলে আসেন পায়েলর সামনে। তবে পায়েল স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলেন এই বিয়ে। কৃতিকাকে দেখেন ছোট বোনের মত।

যদিও এই বিয়ে নিয়ে বহু টানাপোড়েন হয়েছিল। কিন্তু সেই সমস্ত ঘটনাকে পেছনে ফেলে দিয়ে আপাতত তাঁরা সুখে সংসার করছেন একসাথে। নেটিজেনদের কটাক্ষকে উপেক্ষা করে বেশ ভালোই চলছে তাঁদের জীবন এবং ভিডিও।

Papiya Paul

X