‘সুযোগ পেলেই সাল্টে দেব’, টলিউডের ষ্টার হলেও বুম্বাদাকে ছেড়ে কথা বলেন না প্রসেনজিতের তৃতীয় স্ত্রী অর্পিতা!

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। একের পর এক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছিলেন। তখনকার সময়ের টলিউডের বেশকিছু হিরোর সাথেই দুর্দান্ত অভিনয় করতেন তিনি। এই অভিনেত্রী হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। দীর্ঘদিন বড় পর্দা থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এরপর অবশ্য কামব্যাক করেছেন। সম্প্রতি তাকে বেশ কিছু সিনেমাতেও অভিনয় করতে দেখা যাচ্ছে।

এবার কয়েকদিন আগেই জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ”দিদি নাম্বার ওয়ানে’ খেলতে এসেছিলেন অর্পিতা। সেখানে রচনা ব্যানার্জীর নানা মজার প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। এমনকি তার স্বামী প্রসেনজিৎকে নিয়ে অনেক গোপন কাহিনী ফাঁস করেছেন অর্পিতা চ্যাটার্জি। এদিন অর্পিতা জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন স্টার আর সেজন্যই তিনি বাড়িতে কি করেন,কি খান এসব প্রশ্নের উত্তর দিতে চান না।

এমনকি প্রসেনজিৎ চান যে তার জীবন সম্পর্কে রহস্য বজায় থাকুক ভক্তদের মধ্যে। এদিন অন্যান্য প্রতিযোগীর সঙ্গে খেলাতে অংশগ্রহণ করত দেখা গিয়েছে অর্পিতাকে। এদিন এই শোয়ের মজার খেলা হেডফোন রাউন্ডে রচনা অভিনেত্রীর কাছে জানতে চান, মাঝে মাঝে বুম্বাদা কে কি বলতে ইচ্ছা করে? এর উত্তরে প্রসেনজিৎ এর সিনেমার ডায়লগ ধার করে অর্পিতা বলেন ‘উল্টে দেব, পাল্টে দেব, সুযোগ পেলেই সাল্টে দেব।’ এরপরেই রচনা ও অর্পিতা দুজনেই হাসতে থাকেন।

উল্লেখ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তৃতীয় স্ত্রী হলেন অর্পিতা চট্টোপাধ্যায়। ২০০২ সালের অর্পিতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। তাদের একটি ছেলে রয়েছে, যার নাম তৃষাণজিৎ চ্যাটার্জী। অর্পিতার এই এপিসোড ৭ই জানুয়ারি, শুক্রবার সম্প্রচারিত হবে।

Papiya Paul

X