Arijit

ভারতের প্রশংসা করা যাবে না, নীরজের প্রশংসা করেও টুইট মুছতে বাধ্য হলেন পাকিস্তানের আর্শাদ

টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছেন নীরজ চোপড়া। তারপর থেকে দেশজুড়ে শুভেচ্ছার বন্যায় ভাসছেন নীরজ। জ্যাভলিন ফাইনালে নীরজের প্রতিপক্ষ ছিলেন পাকিস্তানের আর্শাদ। আর্শাদ শেষ করেন পাঁচ নম্বরে। নীরজ চোপড়া সোনা জেতার পর তাকে টুইট করে শুভেচ্ছা জানান পাকিস্তানের আর্শাদ। কিন্তু কিছুক্ষণ পরেই সেই টুইট মুছে দেন আর্শাদ। আর এই নিয়েই শুরু হয় সমালোচনা। নেট মাধ্যম তোলপাড় হয়ে যায়।

   

ফাইনালে প্রতিপক্ষ নীরজকে আদর্শ হিসেবে মানেন পাকিস্তানের আর্শাদ। তাই নীরজ ফাইনালে সোনা জেতায় উচ্ছ্বসিত আর্শাদ টুইট করে লিখেন, “সোনা জেতার জন্য আমার আদর্শ নীরজ চোপড়াকে অনেক অভিনন্দন। দুঃখিত পাকিস্তান, আমি তোমাদের জন্য পদক জিততে পারলাম না।”

কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরনো টুইট মুছে নতুন করে টুইট করেন আর্শাদ। সেখানে পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি ছিল না। শুধুমাত্র প্রথম টুইটের প্রথম অংশটুকুই ছিল। তারপর থেকে শুরু হয় তুমুল সমালোচনা। সকলেই আর্শাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তান এবং পাকিস্তানের সংবাদমাধ্যমকে দায়ী করেছেন। তাদের দাবি পাকিস্তানের সংবাদমাধ্যম ভারতের ভালো দেখতে পারেন না। তাই ভারতকে শুভেচ্ছা জানানোয় আর্শাদের উপর এইভাবে চাপ সৃষ্টি করা হয়েছে।