জনপ্রিয় হিন্দি গানের তালে বান্ধবীর সঙ্গে অসাধারণ নাচলেন অরুণিতা, দেখুন মিষ্টি ভিডিও

করোনা পরবর্তী সময়ে ভারতের চলচ্চিত্র জগৎ যেন আরও অনেক বেশি রঙিন হয়ে উঠেছে। আরও অনেক জলমল করছে ভারতের চলচ্চিত্র জগৎ। একের পর এক নিত্য নতুন গান রিলিজ করছে প্রায় প্রত্যেক দিনই। আর সেই সমস্ত গানে নেচে নিজেদের ভাইরাল করছেন সেলিব্রিটি থেকে আমজনতা সকলেই। সেই সমস্ত ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করছেন তারা। মুহূর্তের মধ্যে সেই সমস্ত ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

নিত্য নতুন গানের পাশাপাশি এই মুহূর্তে আরও বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে পুরনো দিনের গান গুলি। সেই গান গুলিকে নতুন করে মিউজিক দিয়ে বাজারে লঞ্চ করা হচ্ছে। সেই সমস্ত গানকেই বেশি করে বেছে নিচ্ছেন সেলিব্রিটি থেকে আমজনতা সকলেই। সেই গানের তালিকায় হিন্দি, ইংরেজি, বাংলা, ভোজপুরি, মারাঠি সমস্ত গানই রয়েছে।

https://www.instagram.com/reel/CWk5vRejAlc/?utm_medium=copy_link

এবার এমনই এক সুন্দর গানের তালে নেচে সোশ্যাল মিডিয়া কাপালেন ইন্ডিয়ান আইডল 12 এর রানার্স আপ অরুনিতা কাঞ্জিলাল। জনপ্রিয় হিন্দি গান ‘সাজন হে মুজে, সাজনা কে লিয়ে’ এই গানের তালে বান্ধবী সইলি কাম্বলের সঙ্গে দারুন নাচ করলেন অরুনিতা কাঞ্জিলাল। মুহূর্তের মধ্যে সেই গান ভাইরাল হয়েছে স্যোসাল মিডিয়ায়।

Avatar

Koushik Dutta

X