Shahrukh Aryan

‘প্লিজ আরিয়ানকে জেলে ভরবেন না’, ছেলের জন্য হাতেপায়ে ধরেন শাহরুখ! ফাঁস চ্যাটের স্ক্রিনশট

সময় কখন কাকে কোন জায়াগায় এনে দাঁড় করাবে তা কেউ বলতে পারেনা। কিছুদিন আগেই যে সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) শাহরুখ পুত্র (Shahrukh Khan)  আরিয়ানের (Aryan Khan) কেস তদারকি করছিলেন আজ তিনিই একাধিক অভিযোগে বিদ্ধ। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুত মামলার পর আরিয়ানের ড্রাগস কেসে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন এনসিবির প্রাক্তন জোনাল (পশ্চিম) ডিরেক্টর। তবে এখন তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ২৫ কোটি টাকার কারচুপি করার চেষ্টা করেছেন কিং খানের কাছ থেকে।

সম্প্রতি তার বিরুদ্ধে এমনটাই চার্জ আনা হয়েছে। আর সেই কারণেই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য শাহরুখের সাথে হওয়া সমস্ত কথোপকথনের বিবরণ জমা দিলেন সমীর ওয়াংখেড়ে। সম্প্রতি নিজের চ্যাট বক্সের স্ক্রিনশট নিয়ে বোম্বে হাইকোর্টে জমা দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, শাহরুখ বারবার নিজের ছেলের জন্য সমীর ওয়াংখেড়েকে মেসেজ করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে গোয়াগামী একটি ইয়ট থেকে আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি। সেইসময় মাদক সেবন এবং নিষিদ্ধ মাদক দ্রব্য সাথে রাখার অভিযোগ আনা হয়েছিল শাহরুখ পুত্রের বিরুদ্ধে। আর এই দলের নেতৃত্ব দিয়েছিলেন খোদ সমীর ওয়াংখেড়ে। তদন্ত চলাকালীন তদন্তকারী টিম এটাও দাবি করেছিল যে, আরিয়ান হয়ত কোন বৃহত্তর মাদকচক্রের সঙ্গে জড়িত।

এরপর জল বহুদূর গড়ায়। বোম্বে হাইকোর্ট আরিয়ানকে জামিনে মুক্তি দেয়। এদিকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয় সমীর ওয়াংখেড়েকে‌। এনসিবির অন্য একটি দল আরিয়ানকে নির্দোষ প্রমাণ করে। তবে এতেই সবকিছু শেষ হয়ে যায়নি‌। এখন অভিযুক্তের আসনে সমীর ওয়াংখেড়ে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি আরিয়ানকে রথ রেহাই দেওয়ার জন্য মোট ২৫ কোটি টাকা দাবি করেছিলেন শাহরুখের কাছে।

আর এবার সেই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে শাহরুখের সাথে হওয়া কথোপকথনের স্ক্রিনশট জমা দিলেন সমীর। যেখানে শাহরুখ লিখেছেন, ‘আরিয়ানকে দয়া করে জেলে ভরবেন না, এটা ওর স্পিরিটকে একদম ভেঙে দেবে’। একটি মেসেজে শাহরুখ লেখেন, ‘সমীর সাহেব আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি, প্লিজ! আমি জানি এটা হয়ত অফিসিয়্যালি অনুচিত, হয়ত পুরোপুরিভাবেই নিয়ম বিরুদ্ধ কাজ, কিন্তু বাবা হিসাবে যদি আমি আপনার সঙ্গে কথা বলতে পারতাম। প্লিজ… লাভ শাহরুখ’।

Shahrukh Khan

 

অন্য মেসেজে শাহরুখ লিখেছেন, ‘প্লিজ ওদের একটু বোঝান, আমার ছেলেকে বাড়ি নিয়ে যেতে দিন। আমি আর কী বা বলব, শুধু ভিক্ষা চাইতে পারি। আপনি তো আমার আচরণ দেখেছেন। আপনি যা করছেন আমি তার বিরুদ্ধে নই। বিশেষত আপনি যখন বলেছেন, আরিয়ানকে আপনি নিজের মনে করে ওকে একটা ভালো মানুষ হিসাবে গড়তে চাইছেন। আমি এমন কিছু করিনি যাতে আমার ছেলেকে শুধরানোর এই প্রক্রিয়ায় আপনার অসুবিধা হয়। আমি প্রেসের কাছে যাইনি, কোনও বিবৃতি দিইনি। আমি আপনার উপর আস্থা রেখেছি, বাবা হিসাবে আমাকে আর হতাশ করবেন না’।

Avatar

Moumita

X